১ সেপ্টেম্বর থেকে নিউ সাউথ ওয়েলসে ড্রাইভিং-এর নতুন নিয়ম

পহেলা সেপ্টেম্বর ২০১৮ থেকে নিউ সাউথ ওয়েলসে ড্রাইভিংয়ের ক্ষেত্রে একটি নতুন নিয়ম প্রযোজ্য হবে। ইমার্জেন্সি ওয়ার্কারদের নিরাপত্তা বাড়ানোর জন্যই মূলত এই আইন।

Drivers must slow down to 40 kilometres per hour if an emergency services vehicle is stopped on the road with blue or red lights flashing. Source: YouTube/Transport For NSW

Source: Transport For NSW

নীল (ব্লু) ও লাল (রেড) ফ্লাশিং লাইট প্রদর্শনকারী  ‘ইমার্জেন্সি ভিকল’ যখন রাস্তায় থামবে, তখন সেটির পাশ দিয়ে যাওয়ার সময় অন্যান্য যানবাহনগুলোকে অবশ্যই গতি কমিয়ে ঘণ্টায় ৪০ কি.মি. এ নামিয়ে আনতে হবে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১ সেপ্টেম্বর ২০১৮ থেকে প্রযোজ্য হবে।
এই আইনে আরও বলা হয়েছে, ইমার্জেন্সি ভিকলের পার্শ্ববর্তী এলাকা দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিদের জন্য গাড়ির চালকদের অবশ্যই রাস্তা ছেড়ে দিতে হবে। আর, নিরাপদ দূরত্ব অতিক্রম না করা পর্যন্ত গাড়ির চালকগণ গতি বাড়াতে পারবেন না।

পরীক্ষামূলকভাবে আগামী ১২ মাস এই আইন প্রয়োগ করা হবে। যৌথভাবে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করবে নিউ সাউথ ওয়েলস পুলিস, ইমার্জেন্সি সার্ভিস অর্গানাইজেশনগুলো এবং অন্যান্য স্টেকহোল্ডার।

এই আইন পালনে ব্যর্থ হলে ৪৪৮ ডলার জরিমানার পাশাপাশি তিন ডিমেরিট পয়েন্ট কাটা হবে। এছাড়া, সর্বোচ্চ ২,২০০ ডলার কোর্ট পেনাল্টিও হতে পারে।

Follow SBS Bangla on .





Share

Published

By Sikder Taher Ahmad

Share this with family and friends