আগামী ৮ই ফেব্রূয়ারি ২০২০, শনিবার বিকেল ৫টায় অস্ট্রেলিয়ার আরো তিনটি প্ৰতিষ্ঠিত বাংলা ব্যান্ড মেলবোর্নের সাবক্লাস ৫৭৩ ও সিমিন এন্ড ফ্রেন্ডস, এবং ব্রিসবেনের রেড হ্যাভেনকে নিয়ে মঞ্চ মাতাবে 'ব্যান্ডবাজি' শীর্ষক কনসার্টটি। এটি অনুষ্ঠিত হবে এডিলেইডের দা পার্কস কনসার্ট হলে।
রঙ ব্যান্ডের সদস্য মনিরুল ইসলাম ইমন এসবিএসকে জানান, "আমরা এই প্রথম মেলবোর্ন এবং ব্রিসবেনের তিনটি ব্যান্ডসহ মোট চারটি ব্যান্ড এই অনুষ্ঠানে পারফর্ম করবো। আমরাই এর আয়োজক।"
অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো ব্যান্ড, তারা অনেকেই বিক্ষিপ্ত ভাবে, নিয়মিত বা অনিয়মিতভাবে অনুষ্ঠান করে চলেছে।
মিঃ ইমন বলেন, "আমাদের উদ্দেশ্য হলো এইসব ব্যান্ডগুলোর মধ্যে পরিচিতি তৈরী করা। তাদের মধ্যে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে আমরা যদি ভবিষ্যতে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও অনুষ্ঠান করতে পারি সেটা হবে আমাদের জন্য বিরাট পাওয়া। আমাদের দর্শকদের মধ্যে ব্যান্ড মিউজিকের বেশ জনপ্রিয়তা রয়েছে। এ ধরণের কর্মসূচির মাধ্যমে তারাও ভিন্ন ভিন্ন স্টেটের ব্যান্ডগুলোর গান শুনতে পেলো। এ বছর হয়তো এডিলেইডে হলো, তো পরের বছর মেলবোর্নে; এভাবেই একটা ট্র্যাডিশন তৈরী হবে বলে আমাদের প্রত্যাশা।"মিঃ ইমন বলেন, "এই কনসার্টের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য ১৫ ডলার করে টিকিটের দাম ধরা হয়েছে, তবে বাচ্চাদের জন্য ফ্রি। যদিও অনুষ্ঠানটি সাধারণ সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে চিন্তা করা হয়েছে এবং কয়েকমাস আগে থেকেই এর পরিকল্পনা করা হয়েছিল, তবুও এই অনুষ্ঠান থেকে পাওয়া কিছু অর্থ বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের প্রদান করা হবে।"
মেলবোর্ন এবং ব্রিসবেনের তিনটি ব্যান্ডসহ মোট চারটি ব্যান্ড এই কনসার্টে পারফর্ম করবে Source: Supplied
তিনি বলেন, তারা যদি ভবিষ্যতে কোন স্পনসর পান তাহলে আরো বড়ো পরিসরে রক মিউজিক ফেস্টিভ্যাল করবেন।
অনুষ্ঠানটির শুরুতে বাচ্চাদের জন্য ম্যাজিক শো'য়ের আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ার একজন পেশাদার ম্যাজিশিয়ান এখানে জাদু দেখবেন। এরপর প্রতিটি ব্যান্ড আনুমানিক ৪৫ মিনিট করে পারফর্ম করবে।
মিঃ ইমন তাদের ব্যান্ডের গান প্রসঙ্গে জানান তারা গত এক বছরে পাঁচটি মৌলিক গান রিলিজ করেছেন। এগুলো ইউটিউব, ফেসবুকে শোনা যাবে, এছাড়া বাংলাদেশের একটি এপ 'গানবাংলা'তেও শোনা যাবে। ভবিষ্যতে আরো কিছু গান নিয়ে এলবাম বের করার পরিকল্পনা আছে তাদের।
কনসার্ট শেষে একটি রাফেল ড্র অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: