শীত ঘনিয়ে আসার সাথে সাথে আফগানিস্তান চরম খাদ্য সংকটের সম্মুখীন

আফগানিস্তানে ২৪ মিলিয়নেরও (দুই কোটি ৪০ লাখ) বেশি মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে। বিপর্যয়ের মধ্যে রয়েছে তীব্র দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া অপুষ্টির শিকার অসংখ্য শিশুরাও। জাতিসংঘের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে , আসন্ন তীব্র শীত মৌসুম চরম বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে দেশটিকে।

Afghanistan faces food catastrophe as winter approaches

Source: WFP

Published

Presented by Shahan Alam
Source: World Food Programme

Share this with family and friends