Feature

অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের বড়দিন উদযাপন

প্রার্থনা আর আনন্দ আয়োজনে বড়দিন উদযাপন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা।

Xmas

সিডনিতে বড়দিন উদযাপন। Source: Supplied

প্রার্থনা এবং বাইবেল পাঠের মধ্য দিয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করেন সিডনি প্রবাসী বাংলাদেশীরা। বড়দিন উপলক্ষে রেডগাম সেন্টারে উৎসব অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিষ্টান ফেলোশীপ অব অস্ট্রেলিয়া। 

সংগঠনের সভাপতি রোনাল্ড পাত্র বলেন, "যীশু যেই শান্তির বাণী নিয়ে এসেছিলেন, আমাদের তা চর্চা করতে হবে। সেজন্য অন্যের শান্তি নষ্ট করে নিজে শান্তিতে থাকা নয়।"

"আমাদেরই উদ্যোগ নিতে হবে কিভাবে এই পৃথিবীতে শান্তি স্থাপন এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়।"
Xmas
সিডনিতে বড়দিন উদযাপন। Source: Supplied
প্রার্থনা অনুষ্ঠানে সংগঠনের গানের দল ধর্মীয় গান পরিবেশন করে। বিজয়ের মাস উপলক্ষে ছিল দেশাত্মবোধক গান, নাচসহ সাংস্কৃতিক আয়োজন। যাতে অংশ নেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা।  

প্রতি বছরের ন্যায় এবারও প্রকাশিত হয় 'জল' পত্রিকা। যার সম্পাদনা করেন অশোক অধিকারী। 
সিডনির পাশাপাশি অন্যান্য শহরগুলোতেও উদযাপন করা হয়েছে বড়দিন। ছুটির দিন হওয়ায় জাতি-ধর্ম নির্বিশেষে সকলে এতে অংশ নেন। অনেকে আবার পরিবার- পরিজনসহ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে যান। 


Share

Published

Updated

By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla

Share this with family and friends