অস্ট্রেলিয়ার অভিবাসন পরিকল্পনা নির্ধারণ করা হয় প্রতিবছর বাজেট প্রক্রিয়ার মধ্য দিয়ে। অভিবাসন পরিকল্পনা প্রণয়নের সময়ে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মতামত, আন্তর্জাতিক গবেষণা, অর্থনৈতিক ও রাজস্ব-বিষয়ক বিভিন্ন দিকসহ অন্যান্য বহু বিষয় বিবেচনা করা হয়।
আগামী অর্থ-বছরে অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসী গ্রহণের সংখ্যা কমানো হবে। ২০১৯-২০ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে এ রকম পরিকল্পনা পেশ করা হয়েছে। আর, দক্ষ অভিবাসীদের একটি বড় অংশকে রিজিওনাল অস্ট্রেলিয়ায় বসবাস করতে হবে। এই সরকার যদি আবার ক্ষমতায় আসে, যদি বাজেট পাশ হয়, তাহলে এ বছরের জুলাই থেকে এসব কার্যকর করা হবে।২০১৮-১৯ অর্থ-বছরে অস্ট্রেলিয়ায় দক্ষ-অভিবাসী ভিসার জন্য বরাদ্দ ছিল ১২৮,৫৫০ টি স্থান। আর, ২০১৯-২০ অর্থ-বছরের জন্য বাজেটে প্রস্তাব করা হয়েছে ১০৮,৬৮২ টি স্থান। অর্থাৎ, ভিসার বরাদ্দ সংখ্যা কমানো হচ্ছে প্রায় ২০ হাজার।
Source: AAP
আগামী অর্থ-বছরের এই ১০৮,৬৮২ টি দক্ষ অভিবাসী ভিসা-স্থানের মধ্য থেকে মাত্র ১৮,৬৫২টি ভিসা রাখা হয়েছে স্কিল ইনডিপেন্ডেন্ট ভিসার জন্য। এই ভিসার আওতায় অভিবাসীরা অস্ট্রেলিয়ার যে-কোনো স্থানে বসবাস করতে পারবেন।
আর, রিজিওনাল ভিসার জন্য রাখা হয়েছে ২৩ হাজার স্থান। এদেরকে রিজিওনাল অস্ট্রেলিয়ায় বসবাস করতে হবে।
এ ছাড়া, ২৪,৯৬৮টি স্থান বরাদ্দ করা হয়েছে স্টেট ও টেরিটোরি নমিনেশনের জন্য।অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসন লাভ করা আরও কঠিন হচ্ছে। স্কিলড ইনডিপেন্ডেন্ট ভিসা প্রদানের সংখ্যা কমানো হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়বে অস্ট্রেলিয়ায় পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপরে। তবে, রিজিওনাল ভিসার ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ছে।
Compared to 128,550 places for skilled migrants in 2018-19, only 108,682 have been allocated in 2019-20, a reduction of nearly 20,000 places. Source: Department of Home Affairs
নতুন স্কিলড রিজিওনাল প্রভিশনাল ভিসাগুলো দক্ষ অভিবাসী এবং ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বারদের জন্য; যারা অস্ট্রেলিয়ায় বসবাস এবং কাজ করতে চান।
২০১৯ সালের নভেম্বরে দু’টি রিজিওনাল ভিসা চালু করা হবে। স্কিল্ড এমপ্লয়ার স্পন্সরড রিজিওনাল (প্রভিশনাল) ভিসা তারাই পাবেন যারা রিজিওনাল অস্ট্রেলিয়ায় বসবাসরত নিয়োগদাতাদের স্পন্সর পাবেন।
আর, স্টেট ও টেরিটোরি সরকারের নমিনেশন যারা পাবেন কিংবা যারা উপযুক্ত পরিবারের সদস্যের স্পন্সর লাভ করবেন, তারা স্কিলড ওয়ার্ক রিজিওনাল (প্রভিশনাল) ভিসা পাবেন। এরপর, তারা রিজিওনাল অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজ করার সুযোগ পাবেন।
২০১৯-২০ অর্থ-বছরে স্কিলড এমপ্লয়ার স্পন্সরড রিজিওনাল ভিসার জন্য ৯ হাজার স্থান বরাদ্দ করা হয়েছে। আর, স্কিলড ওয়ার্ক রিজিওনাল ভিসার জন্য রাখা হয়েছে ১৪ হাজার স্থান।
নতুন রিজিওনাল প্রভিশনাল ভিসাধারীরা রিজিওনাল অস্ট্রেলিয়ায় পাঁচ বছর পর্যন্ত বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। এই ভিসাধারীরা স্থায়ী অভিবাসী ভিসার জন্য আবেদন করতে পারবেন। ২০২২ সালের নভেম্বরে পার্মানেন্ট রেসিডেন্স (স্কিলড রিজিওনাল) ভিসা চালু করা হবে।