বাংলাদেশ থেকে বিভিন্ন পেশাজীবীরা অস্ট্রেলিয়ায় অভিবাসন করতে চান। বিশেষভাবে বাংলাদেশী ডাক্তারদের জন্য অভিবাসনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া একটি আদর্শ দেশ । অস্ট্রেলিয়ায় ডাক্তারী করতে হলে শুধু বাংলাদেশের ডিগ্রী থাকলে হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব শর্ত পূরণ করতে পারলেই কেবলমাত্র অস্ট্রেলিয়ায় একজন পেশাদার ডাক্তার হিসেবে জীবন শুরু করা যায়।
অষ্ট্রেলিয়াতে ডাক্তার হিসেবে কাজ করতে হলে ইংরেজী দক্ষতা পরীক্ষা, মেডিকেল জ্ঞানের একাধিক লিখিত পরীক্ষা এবং ষোলোটি কেস-এর একগুচ্ছ ভাইভা বা ক্লিনিক্যাল পরীক্ষা দিয়ে পাশ করতে হয়।
এই গুরুত্ত্বপূর্ণ পরীক্ষার একটি প্রশিক্ষণমূলক অবিকল ট্রায়াল বা মক পরীক্ষা দেওয়া থাকলে আসল পরীক্ষাটা অনেক সহজ হয়ে যায়। এ ধরনের একটি নমুনা পরীক্ষা দেওয়াটাও এখানে ব্যয়বহুল। এই অবস্হায় নতুন আসা বাংলাদেশী ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউ সাউথ ওয়েলস।
গত ১৫ই সেপ্টেম্বর শনিবার সিডনির ওয়েস্টমিড হাসপাতালের ক্লিনিক্যাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেলো ‘নমুনা’ অর্থাৎ সাদৃশ্য বা প্রতিরূপ পরীক্ষা (Mock exam )। অস্ট্রেলিয়ার বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক কিংবা ফ্যামিলি মেডিকেল সেন্টারগুলিতে বিশেষজ্ঞ পর্যায়ে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত ডাক্তাররা এই পরীক্ষাগুলো পরিচালনা করেন।
সাধারণত এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের প্রত্যেককে কয়েক হাজার ডলার ফি দিতে হয় । কিন্তু এই আয়োজনে কোনো রকম ফি নেওয়া হয় নি। বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউ সাউথ ওয়েলসের এই উদ্যোগ আগামীতে ও অব্যাহত থাকবে বলে জানা গেছে।