অস্ট্রেলিয়ায় পুরুষরা ১০ বছর বেশি বাঁচে

পুরুষদের বৈশ্বিক গড় আয়ু ৬৯.৭ বছর। এর বিপরীতে, অস্ট্রেলিয়ান পুরুষদের গড় আয়ু ৮০.৫ বছর। অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্টাটিস্টিক্স-এর মতে, গত এক দশকে অস্ট্রেলিয়ান পুরুষদের গড় আয়ু বেড়েছে ১.৫ বছর। আর, অস্ট্রেলিয়ান নারীদের গড় আয়ু ৮৪.৬ বছর।

life expectancy

La esperanza de vida en el mundo subió 5 años y medio desde el 2000. Source: AAP

জাতিসঙ্ঘের ২০১৫-২০ প্রত্যাশা রিপোর্ট অনুসারে পুরুষদের বৈশ্বিক গড় আয়ু ৬৯.৭ বছর। আর, অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্টাটিস্টিক্স (এবিএস)-এর তথ্য অনুসারে, অস্ট্রেলিয়ার পুরুষদের গড় আয়ু ৮০.৫ বছর। অর্থাৎ, অস্ট্রেলিয়ার পুরুষেরা গড়ে ১০.৮ বছর বেশি বাঁচে।

গত এক দশকে অস্ট্রেলিয়ায় পুরুষদের গড় আয়ু বেড়েছে ১.৫ বছর। ফলে অস্ট্রেলিয়ায় নারী-পুরুষের গড় আয়ুর ব্যবধান কমে আসছে। এদেশে নারীদের গড় আয়ু ৮৪.৫ বছর।

নারীদের বৈশ্বিক গড় আয়ু ৭৪.৩ বছর। এ সম্পর্কে এবিএস ডেমোগ্রাফি ডিরেক্টর এন্থনি গ্রাব সম্প্রতি একটি বলেন,

“২০১৭ সালে নারীদের গড় আয়ু তার আগের বছরের মতোই রয়েছে।”

১৯৬০ এর দশকের পর অস্ট্রেলিয়ায় পুরুষদের গড় আয়ু বেড়েছে ১২.৯ বছর। এর বিপরীতে, অস্ট্রেলিয়ার নারীদের গড় আয়ু বেড়েছে ১০.৪ বছর।

“নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের তুলনায় অস্ট্রেলিয়ায় গড় আয়ু অনেক বেশি”, বলেন মিস্টার গ্রাব।

অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য এবং দু’টি টেরিটোরির মধ্যে ভিক্টোরিয়ায় পুরুষদের গড় আয়ু সবচেয়ে বেশি (৮১.৩ বছর)। এর পর রয়েছে এসিটি (৮১.১ বছর)। আর, নারীদের গড় আয়ুর ক্ষেত্রে প্রথমে রয়েছে এসিটি (৮৫.২ বছর) এবং এর পরে রয়েছে ভিক্টোরিয়া (৮৫.০ বছর)।

জনসংখ্যার বিচারে সবচেয়ে ছোট নর্দান টেরিটোরিতে নারী-পুরুষ উভয়েরই গড় আয়ু সবচেয়ে কম। নারী ৭৯.৪ বছর এবং পুরুষ ৭৫.৯ বছর। তবে, গত এক দশকে সেখানে পুরুষদের গড় আয়ু বেড়েছে ৩.৫ বছর, যা যে-কোনো রাজ্য বা টেরিটোরিতে নারী-পুরুষ যে-কারো গড় আয়ুর চেয়ে বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৭ সালের  অনুসারে, বাংলাদেশে পুরুষদের গড় আয়ু ৭১.১ বছর এবং নারীদের গড় আয়ু ৭৪.৪ বছর। সামগ্রিকভাবে গড় আয়ু ৭২.৭ বছর। ওয়ার্ল্ড লাইফ এক্সপেক্টেন্সি র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম।

Follow SBS Bangla on .


Share
Published 3 November 2018 3:42pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends