অস্ট্রেলিয়ার বড় বড় নগর যেমন, সিডনি এবং মেলবোর্ন এর বাইরে রিজিওনাল এলাকাগুলোতে বসবাসের জন্য অভিবাসীদেরকে আগ্রহী করতে অস্ট্রেলিয়া সরকার একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে।
মিনিস্টার ফর ইমিগ্রেশন, সিটিজেনশিপ অ্যান্ড মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স, মিস্টার ডেভিড কোলম্যান সম্প্রতি দু’টি নতুন স্পেশাল ভিসা এগ্রিমেন্ট ঘোষণা করেন। এতে অভিবাসী কর্মীদের মধ্যে যারা অস্ট্রেলিয়ার রিজিওনাল এলাকাগুলোতে যেতে আগ্রহী হবে তাদের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার রাস্তা খোলা রাখা হয়েছে।
এই স্কিমটি Designated Area Migration Agreements (DAMA) নামে পরিচিত। অস্ট্রেলিয়ার দু’টি রিজিওনের জন্য এটি ঘোষণা করা হয়েছে। এ দু’টি হলো:
ভিক্টোরিয়া রাজ্যের ওয়ারনামবোল রিজিওন এবং নর্দান টেরিটোরি। এই এলাকাগুলোতে কর্মী-সঙ্কট রয়েছে। সরকার এসব এলাকায় জনসংখ্যা বৃদ্ধি করতে চায়।
কমনওয়েলথের সঙ্গে এই বিশেষ পাঁচ বছর মেয়াদী ফলে চাকুরিদাতারা ভিক্টোরিয়া রাজ্যের গ্রেট সাউথ কোস্ট রিজিওনে এবং নর্দান টেরিটোরিতে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা (সাবক্লাস ৪৮২) এর আওতায় দক্ষ কর্মীদেরকে নিয়ে আসতে পারবেন। এই ভিসাধারীরা পরবর্তীতে স্থায়ী অভিবাসনের জন্যও আবেদন করার সুযোগ পাবে।
![Great South Coast](https://images.sbs.com.au/drupal/yourlanguage/public/great_south_coast.jpg?imwidth=1280)
The Great South Coast region will be among-the first across the country to enter into a five-year agreement with the Commonwealth. Source: Regional Development Australia
ভিক্টোরিয়ার গ্রেট সাউথ কোস্ট এলাকায় এই চুক্তির ফলে কৃষি, হসপিটালিটি এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মী-সঙ্কট পূরণ হবে, স্টান্ডার্ড স্কিলড মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় যা এখন পূরণ করা সম্ভব হচ্ছে না।
নর্দান টেরিটোরির মিনিস্টার ফর ওয়ার্কফোর্স ট্রেইনিং, সেলেনা উইবো বলেন,
![Northern Territory](https://images.sbs.com.au/drupal/yourlanguage/public/nt-map-1024x976.jpg?imwidth=1280)
DAMA II broadens the range of occupations in the Territory, as well as offering pathways to permanent residency. Source: Public Domain
“চাকুরিদাতারা যে ১১৭টি স্কিলড এবং সেমি-স্কিলড পেশায় কর্মী পেতে হিমশিম খাচ্ছেন, এক্ষেত্রে তারা যদি বিদেশী কর্মী স্পন্সর করতে চান তাহলে প্রথমে তাদেরকে প্রমাণ করতে হবে যে, তারা অস্ট্রেলিয়ান দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগে ব্যর্থ হয়েছেন।”
মিনিস্টার ফর ইমিগ্রেশন, সিটিজেনশিপ অ্যান্ড মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স ডেভিড কোলম্যান বলেন, রিজিওনাল অস্ট্রেলিয়ার যে-সব অঞ্চলে অস্ট্রেলিয়ান কর্মী সহজে পাওয়া যায় না, সেসব অঞ্চলে কর্মী-সঙ্কট দূরীকরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
“সুনির্দিষ্ট অঞ্চলগুলোর প্রয়োজন পূরণের জন্য ইমিগ্রেশন প্রোগ্রামের উন্নয়নে সরকার কাজ করছে।”
অস্ট্রেলিয়ার অন্যান্য রিজিওনগুলোতেও কর্মী-সঙ্কট দূর করার জন্য সরকার আলোচনা করছে। যেমন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিলবারা ও কালগুরলি-বোল্ডার রিজিওন, নর্থ কুইন্সল্যান্ডের কেয়ার্নস এবং নিউ সাউথ ওয়েলসের ওরানা রিজিওন।
ভিক্টোরিয়ার সাউথ-ওয়েস্ট কোস্টের ওয়ারনামবোল রিজিওনে এ বছরই DAMA বাস্তবায়ন করা হবে।