Feature

পাঁচ দিন ধরে নিখোঁজ অভিজিৎ সরকার

৪০ বছর বয়সী নিখোঁজ অভিজিৎ সরকারকে খুঁজে পেতে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ। সোমবার দুপুরে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আবারো প্রকাশ করে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) পুলিশ। যদিও তাতে নতুন কোন তথ্য নেই।

Avijit Sarkar

ACT Policing is seeking the public’s assistance in locating missing 40-year-old man Avijit Sarkar. Source: Australian Federal Police

গত ২১ জুন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়, ক্যানবেরার এসিটি ওডেন শপিং সেন্টারে অভিজিৎ সরকারকে শেষ দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, মাঝারি উচ্চতার অভিজিৎ দেখতে ভারতীয় উপ-মহাদেশীয়দের মত। তার চুল কালো এবং চোখ বাদামী রঙের। নিখোঁজ হওয়ার সময় তিনি সম্ভবত কালো রঙের প্যান্ট, শার্ট এবং একটি নীল জ্যাকেট পরিধান করেছিলেন।
Missing Person
ACT Policing is continuing to ask for the public’s assistance in locating missing 40 year old man Avijit Sarkar. Source: ACT Police
এসবিএস বাংলা পেইজ।

এসিটি নিবন্ধিত ২০১৩ মডেলের কালো টয়োটা ক্যামরি চালাচ্ছিলেন তিনি।

তাকে খুঁজে পেতে জনসাধারণের সহায়তা চেয়েছেন পুলিশ এবং অভিজিৎ সরকারের পরিবার।

কেউ যদি অভিজিৎকে দেখে থাকেন অথবা তার সম্পর্কিত কোন তথ্য জানা থাকে, তবে ১৩১৪৪৪ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানানোর আহ্বান করেছে এসিটি পুলিশ।

Share
Published 25 June 2018 4:06pm
Updated 26 June 2018 11:28am
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: Australian Federal Police


Share this with family and friends