Feature

বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে অস্ট্রেলিয়াজুড়ে মানববন্ধন

বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। ক্যানবেরা, সিডনি, এবং মেলবোর্নে আয়োজিত মানববন্ধনে শতাধিক প্রবাসী অংশ নেন। প্রতিবাদ হয়েছে ব্রিসবেন এবং পার্থ শহরেও।

Human Chain

বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে সিডনিতে মানববন্ধন। Source: SBS Bangla

সিডনি

প্রায় দুই শতাধিক প্রবাসী অংশ নেন সিডনির মানববন্ধনে। লাকেম্বা রেলওয়ে প্যারেডে বিকেল চারটায় জড়ো হন সবাই।

বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে, নিরাপদ সড়কের জন্য নিরাপদ আইন প্রণয়ন এবং তার প্রয়োগের দাবি জানানো হয়। 

পরে, সমস্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় মানববন্ধন।

মেলবোর্ন

মেলবোর্ন স্টেট লাইব্রেরি অফ ভিক্টোরিয়ার সামনে শনিবার দুপুরে মানববন্ধন করেন প্রবাসী বাংলাদেশিরা। এসময় 'নিরাপদ সড়ক চাই', 'বাংলাদেশ- বাংলাদেশ' এবং 'উই ওয়ান্ট জাস্টিচ' শ্লোগান দেন সবাই।
Human Chain
বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে মেলবোর্নে মানববন্ধন। Source: SBS Bangla
তার আগে, শুক্রবার সন্ধ্যায় প্রতীকী প্রতিবাদ জানায় মেলবোর্নের 'আনন্দধারা' স্কুলের শিক্ষার্থীরা। বাংলাদেশের চলমান আন্দোলনকে 'অরাজনৈতিক' এবং 'সামাজিক' বলে মন্তব্য করেন বক্তারা। 
Protests
প্রতীকী প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা। Source: SBS Bangla

ক্যানবেরা

শুক্রবার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ক্যানবেরা ক্যাম্পাসের অধ্যয়ণরত বাংলাদেশি শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। দেশের স্কুল- কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহবান জানিয়ে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি জমা দেন প্রবাসীরা। 
Protests
বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে ক্যানবেরাতে মানববন্ধন। Source: SBS Bangla

ব্রিসবেন

শুরুর দিনই ঢাকার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন ব্রিসবেন প্রবাসী তিন বাংলাদেশি। বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শহরের কিং জর্জেস স্কয়ার হল ভবনের সামনে দাঁড়িয়ে পরেন তারা।
আগামী ১০ অগাস্ট একই স্থানে 'হোক প্রতিবাদ, হোক প্রতিরোধ' নামে সমাবেশের ডাক দিয়েছেন ব্রিসবেন প্রবাসী বাংলাদেশিরা। 

এদিকে, আগামী সোমবার একই দাবিতে সমাবেশের ডাক দিয়েছে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা।

Share

Published

Updated

By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla

Share this with family and friends