বিশ্বকাপ ক্রিকেটে পেনাল্টি রানের সঙ্গে থাকছে লাল কার্ড

বিশ্বকাপ ক্রিকেটে পেনাল্টি রানের সঙ্গে থাকছে লাল কার্ড । মাঠে অশালীন আচরণ রুখতে আইসিসির এই নিয়ম শুরু হয়েছে বিশ্বকাপে

Red card in world cup cricket

Source: AAP

বিশ্বকাপ  ক্রিকেটে পেনাল্টি রানের সঙ্গে থাকছে লাল কার্ড । মাঠে অশালীন আচরণ রুখতে আইসিসির এই নিয়ম শুরু হয়েছে।বিশ্বকাপে আম্পায়ারদের পকেটে থাকবে লাল কার্ড। অশালীন আচরণ করা কোনো  ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দেওয়া এবং বিপক্ষকে পাঁচ রান বোনাস দেয়ার আইন চালু হলো।

ক্রিকেটারদের অশালীন আচরণ চার লেভেলে  ভাগ করা হয়েছে। এই চার লেভেল অনুযায়ী শাস্তি হতে পারে ক্রিকেটারদের।

লেভেল ওয়ান: অকারণে আম্পায়ারের সামনে অতিরিক্ত আপিলের ভঙ্গি দেখানো ,  আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে না নেওয়া।

এই ক্ষেত্রে প্রথমবার সতর্ক করতে পারেন আম্পায়ার। কিন্তু দ্বিতীয়বার  এমন আচরণের পুনরাবৃত্তি হলে শাস্তি হিসেবে বিপক্ষকে পাঁচ রান বোনাস দেওয়া হবে।

লেভেল টু: ইচ্ছাকৃত ভাবে কোনও  খেলোয়াড়ের দিকে  বল থ্রো করা , ইচ্ছাকৃত ভাবে  কোনও  ক্রিকেটারকে ধাক্কা দেওয়া বা দৌড়নোর সময় বাধা সৃষ্টি করার  করণে একই শাস্তি হতে পারে এ ক্ষেত্রে  বিপক্ষ দল পাবে পাঁচ রান।

লেভেল থ্রি: আম্পায়ারকে ভয় দেখানো কিংবা  অন্য কোনও ক্রিকেটার অথবা কর্মকর্তা বা দর্শককে আক্রমণের হুমকি দেওয়া, এ ক্ষেত্রে  শাস্তি হিসাবে বিপক্ষ দল পেতে পারে পাঁচটি পেনাল্টি রান । অথবা  আম্পায়ার ওই দোষী খেলোয়াড়কে নির্দিষ্ট সংখ্যক ওভারের জন্য মাঠ থেকে বের করে দিতে পারেন ।

লেভেল ফোর: আম্পায়ারকে হুমকি দেওয়া সহ  মাঠে কোনও রকম হিংসাত্মক আচরণ করলে শাস্তির মুখে পড়তে হতে পারে ক্রিকেটারকে। এক্ষেত্রে আম্পায়ার  বিপক্ষকে পাঁচটি পেনাল্টি রান দিতে  পারেন । এছাড়াও আম্পায়ার ওই  দোষী ক্রিকেটারকে ম্যাচের বাকি সময়ের জন্য মাঠ থেকে বের করে দিতে পারেন ।


Share
Published 31 May 2019 12:03pm
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends