Exclusive

পুরস্কারপ্রাপ্ত দু'টি বাংলাদেশি চলচ্চিত্র এখন দেখা যাচ্ছে SBS On Demand-এ

সম্প্রতি এসবিএস অন ডিমান্ডের লাইব্রেরিতে যুক্ত করা হয়েছে বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’।

Rehana Maryam Noor poster

SBS On Demand-এ দেখা যাচ্ছে 'রেহানা মরিয়ম নূর'।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে; প্রথমে জুলাই মাসে কান চলচ্চিত্র উৎসবে, পরবর্তীতে নভেম্বর মাসে বাংলাদেশের সিনেমা হলগুলোয়।

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে দু’টি পুরস্কার জিতে নেয়া এই চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

সম্প্রতি SBS On Demand-এর লাইব্রেরিতে যুক্ত করা হয়েছে সিনেমাটি।

এর মাধ্যমে অস্ট্রেলিয়ার দর্শকদের জন্যে ‘রেহানা মরিয়ম নূর’ দেখার সুযোগ তৈরি হল।

প্রথমে গিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে হবে।

A scene from the short-film Moshari
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'মশারি'-র একটি দৃশ্য।
সেই সাথে আরও একটি বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখা যাবে এসবিএস অন ডিমান্ডে। সেটি হচ্ছে নুহাশ হুমায়ুন এর পরিচালিত ‘মশারি’।

সম্প্রতি মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে এটি ‘বেস্ট শর্ট ফিকশান’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতে নেয়।

মাধ্যমে আগামী চার সপ্তাহের জন্যে দেখা যাবে পুরস্কারপ্রাপ্ত এই চলচ্চিত্রটিও।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share

Published

By Tareq Nurul Hasan
Source: SBS

Share this with family and friends