২৩ নভেম্বর থেকে সিডনীতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনী-এর উদ্যোগে বাংলা চলচ্চিত্র উৎসব

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিডনীস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর উদ্যোগে অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ শহর সিডনীতে ‘মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তী বাংলা চলচ্চিত্র উৎসব, সিডনী, ২০২১’ শিরোনামে প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র নিয়ে আয়োজিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসব।

A scene from the movie 'Sfulinga'

A scene from the movie 'Sfulinga' Source: BongOz Films/Taneem Mannan

‘মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তী বাংলা চলচ্চিত্র উৎসব, সিডনী, ২০২১’ ২৩ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে সিডনীর মুর পার্কে অবস্থিত জনপ্রিয় প্রেক্ষাগৃহ হয়টস এন্টারটেইনমেন্ট কোয়ার্টারে তিনটি ছবি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সিডনীর বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল মিঃ আশফাক হোসেন। ছবি তিনটি হচ্ছে ইতিহাসভিত্তিক ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’, ‘ফাগুন হাওয়ায়’ এবং ‘স্ফুলিঙ্গ’।
A scene from the movie 'Sfulinga'
A scene from the movie 'Sfulinga' Source: Bongoz Films/Taneem Mannan
উৎসবের ইভেন্ট পার্টনার বঙ্গজ ফিল্মসের তানিম মান্নান জানান, ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ ডকুড্রামাটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্পগুলো নিয়ে নির্মিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও দেখা যাবে তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের। উঠে আসবে শেখ হাসিনার সাধারণ জীবনের বেশ কিছু মুহূর্ত যেখানে তাঁকে দেখা যাবে কখনো মেয়ে, কখনো মা, কখনো বোন আর কখনো জননেত্রীর ভূমিকায় ।
Bangla Film Festival organized by Bangladesh Consulate General, Sydney with BongOz Films is scheduled to be held from 23rd November.
Bangla Film Festival organized by Bangladesh Consulate General, Sydney with BongOz Films is scheduled to be held from 23rd November. Source: BongOz Films/Taneem Mannan
এছাড়া মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আগামী ২৭ নভেম্বর হয়টস এর ব্ল্যাকটাউনস্থ প্রেক্ষাগৃহে। এছাড়াও একই প্রেক্ষাগৃহে ২৮ নভেম্বর দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। ছবিতে মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রজন্মের স্ফুলিঙ্গের গল্প উঠে আসবে।

এ আয়োজনের ফলে বাংলা চলচ্চিত্র এবং বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে স্থানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

এ উৎসব আয়োজনে কনস্যুলেটকে কারিগরি সহায়তা প্রদান করেছে বঙ্গজ ফিল্মস।

Follow SBS Bangla on .

আরও দেখুন:



Share
Published 22 November 2021 11:17am
By Shahan Alam

Share this with family and friends