বৃহস্পতিবার, ২৬ মার্চ ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে উদযাপিত হলো বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
সকাল নয়টায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গনে দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার সুফিউর রহমান। এরপর একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়।এই অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণ কমানোর জন্য অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়। অনুষ্ঠান স্থলে প্রতি চার বর্গমিটারে এক জন করে অবস্থান করেন।
Source: Supplied
আলোচনা পর্বে হাইকমিশনার সুফিউর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বহু ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ প্রতিরোধে অস্ট্রেলিয়ায় বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অপরিহার্য নয় এ রকম বিভিন্ন সেবা বন্ধ করা হয়েছে এবং লোক-সমাগমের ক্ষেত্রেও নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।Follow SBS Bangla on .
Source: Supplied