অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস পালিত

গত ৩০ মার্চ ২০২২, নিউ সাউথ ওয়েলসের সংসদে অস্ট্রেলিয়ান সাংসদরা বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস পালন করেন।

NSW Parliament Bangladesh Independence Day

গত ৩০ মার্চ ২০২২, নিউ সাউথ ওয়েলসের সংসদে অস্ট্রেলিয়ান সাংসদরা বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস পালন করেন। Source: Noman Shamim

৩০ মার্চ দুপুর ২টায় নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের এমপি শওকত মোসেলমেন আয়োজিত স্বাধীনতা দিবসের প্রোগ্রামে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আয়োজক গামা আব্দুল কাদির ও টিটো সোহেল অতিথিদের স্বাগত জানান।

সংসদ ভবনের লাইব্রেরি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠানে বক্তারা ২৩ বছর সংগ্রামী জীবন শেষে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু ও তার নেতৃবৃন্দের অবদান, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, ভারতসহ রাশিয়ার সহযোগিতা, সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

এসময় বক্তব্য রাখেন, সিডনির মেয়রের প্রতিনিধি কাউন্সিলর ইমেলডা ডেভিস, ক্যাম্বেলটাউন এমপি গ্রেগ ওয়ারেন, রাশিয়ান দূতাবাসের কনসাল জেনারেল নিকোলাই ভিনোগ্রাদোভ, নেপালের কনসাল জেনারেল দীপক খাড়কা, ভারতীয় কংগ্রেসের সভাপতি মনোজ সিওরন, কলামিস্ট অজয় দাশগুপ্ত, বাংলাদেশের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম ও ড. শান্তি রোজারিও।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মূলধারার ও বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশকে উপজীব্য করে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী রাশনান জামান ও শাহানা চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তি

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 31 March 2022 3:21pm
Updated 31 March 2022 4:48pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends