উৎসবমুখর পরিবেশে মেলবোর্নে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্কুলের বাৎসরিক একাডেমিক নাইট উদযাপন

গত ১০ই সেপ্টেম্বর ২০২৩, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্কুল মেলবোর্ন বাৎসরিক একাডেমিক নাইট উদযাপন করে ওয়েস্টল প্রাইমারি স্কুল মেইন হলে। এ বছরের থিম ছিল ‘বাঙালি শিল্প ও শিল্পী’।

BLCS_sept 2023_1.png

Children are performing at the Annual academic night of Bengali Language and Cultural School in Melbourne. Credit: Bengali Language and Cultural School

সারজানা আসিফ জয়তীর সঞ্চালনায় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্কুল মেলবোর্ন-এর এ অনুষ্ঠানে স্কুলের প্রেসিডেন্ট মিজানুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত সকল শুভানুধ্যায়ী ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে স্কুলের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং সাফল্য অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিশু-কিশোররা একে একে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জয়নুল আবেদীন, ফিরোজা বেগম, সুকুমার রায় সহ আরো অনেক নন্দিত শিল্পী ও তাঁদের শিল্প কর্মের পরিবেশনা প্রত্যক্ষ করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিয়ে আসে নিজেদের হাতে গড়া চমৎকার সব পোস্টার, যা আবারো মনে করিয়ে দেয় বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি গভীরতা ও ব্যাপ্তি। প্রবাসে পরবর্তী প্রজন্মের বেড়ে উঠার ক্ষেত্রে বাঙালি সংস্কৃতি লালনের গুরুত্ব তুলে ধরতে এ ধরণের অনুষ্ঠান তাৎপর্যপূর্ণ বলে মনে করে অতিথিরা।
BLCS_sept 2023_2.png
The program highlights the importance of passing down the heritage of Bengali culture to the next generation of the diaspora. Credit: Bengali Language and Cultural School
সেইসাথে চমৎকার পরিবেশনা ও সংস্কৃতি চর্চার এ অগ্ৰযাত্রা অব্যাহত রাখতে সকল অংশগ্রহণকারীর মাঝে বিশেষ অতিথি ও আয়োজকবৃন্দ তুলে দেন সার্টিফিকেট ও গিফট প্যাক।

অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্কুলের সাবেক প্রেসিডেন্ট ড: লুৎফর রহমান , সাবেক প্রেসিডেন্ট মাজহারুল চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট মিলন ইসলাম এবং সাবেক প্রেসিডেন্ট ড: সামসুজজোহা সহ আরো অনেক শুভানুধ্যায়ী।

উৎসবমুখর এ অনুষ্ঠানে, আগতদের মাঝে পরিবেশন করা হয় বাংলাদেশী জনপ্রিয় খাবার। বিশেষ মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করতে ছিল ফটোগ্রাফি ও বিশেষ ফটোবুথ।

আয়োজকরা অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 21 September 2023 9:13am
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends