সারজানা আসিফ জয়তীর সঞ্চালনায় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্কুল মেলবোর্ন-এর এ অনুষ্ঠানে স্কুলের প্রেসিডেন্ট মিজানুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত সকল শুভানুধ্যায়ী ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে স্কুলের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং সাফল্য অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিশু-কিশোররা একে একে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জয়নুল আবেদীন, ফিরোজা বেগম, সুকুমার রায় সহ আরো অনেক নন্দিত শিল্পী ও তাঁদের শিল্প কর্মের পরিবেশনা প্রত্যক্ষ করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিয়ে আসে নিজেদের হাতে গড়া চমৎকার সব পোস্টার, যা আবারো মনে করিয়ে দেয় বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি গভীরতা ও ব্যাপ্তি। প্রবাসে পরবর্তী প্রজন্মের বেড়ে উঠার ক্ষেত্রে বাঙালি সংস্কৃতি লালনের গুরুত্ব তুলে ধরতে এ ধরণের অনুষ্ঠান তাৎপর্যপূর্ণ বলে মনে করে অতিথিরা।
The program highlights the importance of passing down the heritage of Bengali culture to the next generation of the diaspora. Credit: Bengali Language and Cultural School
অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্কুলের সাবেক প্রেসিডেন্ট ড: লুৎফর রহমান , সাবেক প্রেসিডেন্ট মাজহারুল চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট মিলন ইসলাম এবং সাবেক প্রেসিডেন্ট ড: সামসুজজোহা সহ আরো অনেক শুভানুধ্যায়ী।
উৎসবমুখর এ অনুষ্ঠানে, আগতদের মাঝে পরিবেশন করা হয় বাংলাদেশী জনপ্রিয় খাবার। বিশেষ মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করতে ছিল ফটোগ্রাফি ও বিশেষ ফটোবুথ।
আয়োজকরা অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।