বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি জহুর।
বিদ্যালয়ের সভাপতি তার বক্তব্যে বলেন,
"আমাদের প্রধান লক্ষ্য হলো কমিউনিটির নতুন প্রজম্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া। তার জন্য বিএলসিএস যথেস্ট চেস্টা করে যাচ্ছেন।"
তিনি এজন্য কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে 'প্রকৃতি ও পরিবেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিষয়ভিত্তিক বিভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন, কবিতা আবৃত্তি ও পোস্টার তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং নাটিকা ও সঙ্গীত পরিবেশন করে।
An 'Academic Night' of the Bengali Language and Culture School was held on Saturday, October 26 in Westall, Melbourne. Credit: Bengali Language and Culture School
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের প্রাক্তন সভাপতিদের মধ্যে মো: মাজহারুল চৌধুরী ও ড. মো. সামসুজ্জোহা, ড. লুৎফর খান এবং বিদ্যালয়ের লাইফ মেম্বার ও ফাউন্ডার কামরুল চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র- ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অন্যান্য সুধীবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।
চ্যানেল।
LISTEN TO
বাংলা স্কুলের মাধ্যমে পুরো বাংলাদেশকেই পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই: মোহাম্মদ তারিক
SBS Bangla
05/12/201907:39
LISTEN TO
অস্ট্রেলিয়ায় নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা পৌঁছে দিতে চান ড. রফিক
SBS Bangla
16/04/201909:13