ভিক্টোরিয়ায় ফ্লুতে আক্রান্ত হয়ে শিশুসহ ২৬ জনের মৃত্যু

ফ্লুতে আক্রান্ত হয়ে এ বছর তিন শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়েছে ভিক্টোরিয়ায়।

The flu graphic

The flu has already killed 26 people in Victoria this year. (AAP) Source: AAP

ভিক্টোরিয়ায় এ বছর একটু আগেভাগেই ফ্লুর আক্রমণ শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ শিশুসহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে।

ভিক্টোরিয়া রাজ্যের হেলথ মিনিস্টার জেনি মিকাকোস বলেন, এ বছর গ্রীষ্মকালীন সময়ে ফ্লুতে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। এতে বোঝা যায়, ফ্লুর আক্রমণ আগেভাগেই শুরু হয়ে গেছে।

রাজ্যটিতে এ পর্যন্ত ১০,৬০০ এরও বেশি লোক ফ্লুতে আক্রান্ত হয়েছে।

এ সম্পর্কে ইংরেজিতে আরও পড়ুন এই

Follow SBS Bangla on .



Share
Published 21 May 2019 1:03pm
By Sikder Taher Ahmad
Presented by Sikder Taher Ahmad
Source: AAP

Share this with family and friends