অস্ট্রেলিয়ায় ভোট প্রদান করা বাধ্যতামূলক।
আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিক হন, আপনার বয়স যদি ১৮ বছর কিংবা তার চেয়ে বেশি হয়, তাহলে আপনাকে অবশ্যই ভোট দিতে হবে।
আগামী ৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার মধ্যে সঠিক ও যথাযথভাবে ভোটার নিবন্ধন করতে বলা হয়েছে অস্ট্রেলিয়ান ইলেক্টরাল কমিশনের ওয়েবসাইটে।সেই সময়সীমার মধ্যে নাম ও ঠিকানাও হাল নাগাদ করতে হবে। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে নতুন ঠিকানায় কমপক্ষে এক মাস বসবাস করার শর্ত রাখা হয়েছে।
Enrol to vote Source: SBS Bangla
আর, যাদের বয়স ১৬ কিংবা ১৭ বছর তারাও এখন নিবন্ধন করতে পারবে। তারা যখন ১৮ বছরে উপনীত হবে তখন তারা ভোট দিতে পারবে।
নিবন্ধনের ক্ষেত্রে ড্রাইভার লাইসেন্স অথবা অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর অথবা ভোটার হিসেবে নিবন্ধিত কারও সাক্ষ্য লাগবে যিনি আবেদনকারীর পরিচিয় নিশ্চিত করবেন।
১৮+ কিংবা প্রুফ অফ এজ কার্ড গ্রহণ করা হবে না।
এ ছাড়া, অস্ট্রেলিয়া পোস্ট-এর যে কোনো শাখা থেকে ফর্ম নিয়ে পূরণ করে অস্ট্রেলিয়ান ইলেক্টরাল অফিসে প্রেরণ করা যাবে।