বাংলাদেশে করোনা ভাইরাসের থাবা, তিন জন আক্রান্ত

বাংলাদেশে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগীকে শনাক্ত করা হলো । বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। । আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী।

corona virus explainer

An undated handout picture made available by the National Institutes of Health (NIH) shows a transmission electron micrograph of the virus that causes Covid-19. Source: NATIONAL INSTITUTES OF HEALTH

করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি থেকে সম্প্রতি বাংলা দেশে ফিরেছেন । আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রেস ব্রিফিংয়ে জানান, তাদের সবার অবস্থাই এখন স্থিতিশীল।সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে। তারা করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। গতকালই তাদের নমুনা পরীক্ষা করে রোগের বিষয়ে নিশ্চিত করা গেছে।তিনজনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

করোনা প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। প্রত্যেকের মাস্ক পড়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। আপাতত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই।


Share

Published

Updated

By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends