করোনাভাইরাসঃ ভিক্টোরিয়ায় রহস্যজনক সংক্রমণ অব্যাহত, অস্ট্রেলিয়ায় সবচেয়ে কম বয়সী ব্যক্তির মৃত্যুর রেকর্ড

ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ যেন থামছেই না, সেখানে বিশোর্ধ তরুণের মৃত্যুর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় ভাইরাসে সবচেয়ে কম বয়সে মৃত্যুর রেকর্ড করা হয়েছে। বিপুল সংখ্যক শনাক্তের কোন উৎস জানা নেই, রহস্যজনক সংক্রমণে তরুণরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে।

coronavirus

Victoria's new coronavirus restrictions Source: GettyImages-1263356048

ভিক্টোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ১৪ জন, ৩৭২ জন নতুন করে শনাক্ত হয়েছে। 

মৃতদের মধ্যে আছেন বিশোর্ধ তরুণ, তাকে নিয়ে অস্ট্রেলিয়ায় ভাইরাসে সবচেয়ে কম বয়সী মৃত্যুর রেকর্ড করা হয়েছে। 

এর আগে অস্ট্রেলিয়ায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন ত্রিশোর্ধ ভিক্টোরিয়ান পুরুষ, তাছাড়া গত এপ্রিলে ক্রুজ শিপ রুবি প্রিন্সেসের পার্থের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যানড্রুজ বলেছেন, মৃতদের সর্বশেষ তালিকায় আছেন একজন তরুণ, যার বয়স বিশের ঘরে, এই মহামারীতে অস্ট্রেলিয়ায় মৃতদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। মৃতদের মধ্যে আরও আছেন আশির ঘরে থাকা তিনজন নারী ও দুজন পুরুষ, এবং নব্বইয়ের ঘরে থাকা চার নারী ও চার পুরুষ।  

শুক্রবার ঘোষিত মৃতদের ১২ জনই ছিলেন বৃদ্ধাশ্রমের বাসিন্দা। তাদের নিয়ে ভাইরাসে অস্ট্রেলিয়ায় মারা গেলেন ৩৭৫ জন। বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন হাসপাতালে ৬৮০ জন করোনাভাইরাসে চিৎসাধীন আছেন।  

ভিক্টোরিয়ায় রহস্যজনক শনাক্তের সংখ্যা বাড়ছেই 

ভিক্টোরিয়া রাজ্যের ক্রমবর্ধমান এই সংক্রমণ চিন্তায় ফেলেছে কর্তৃপক্ষকে। প্রিমিয়ার এন্ড্রুজ বলেছেন, আক্রান্তদের ৩,১১৯ জনের সংক্রমণ উৎস রহস্যজনক, বৃহস্পতিবার আরো এমন ৫১ জন শনাক্ত হয়েছেন, যা নিয়ে তৈরী হয়েছে উৎকণ্ঠা।  

ভিক্টোরিয়া রাজ্যের চিফ হেলথ অফিসার প্রফেসর ব্রেট সুটোন বলেন, এই রহস্যজনক সংক্রমণগুলোই রাজ্যে 'সেকেন্ড ওয়েভ'-এর ২০ শতাংশ এবং ১৩ শতাংশ শনাক্ত হয়েছে রিজিওনাল এলাকাগুলোতে। 

রহস্যজনকভাবে সংক্রমিতদের বেশিরভাগের বয়সই ২০ থেকে ২৯-এর মধ্যে। 

রাজ্যের রিজিওনাল এলাকাগুলোতে ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় সরকার জিলং, বালারাট এবং বেনডিগো শহরে নতুন কয়েকটি টেস্টিং কেন্দ্র চালু করেছে। 

ভাইরাসের 'সেকেন্ড ওয়েভ' যেভাবে শুরু হল 

এদিকে দা এইজ পত্রিকা একটি ফাঁস হয়ে যাওয়া ইমেইল থেকে জানিয়েছে 'পেশেন্ট জিরো' বা যে ব্যক্তির মাধ্যমে প্রথম ভিক্টোরিয়া রাজ্যের ভাইরাসের 'সেকেন্ড ওয়েভ' শুরু হয়েছিল সে ছিল রিজেস হোটেলের রাত্রিকালীন শিফ্টের ম্যানেজার, কোন সিকিউরিটি গার্ড নয়। ওই হোটেলে অস্ট্রেলিয়ার বাইরে থেকে আসা ব্যক্তিরা কোয়ারেন্টাইনে ছিলেন।  

ওই ম্যানেজার অস্ট্রেলিয়ার বাইরে থেকে ফেরত আসা কোন ব্যক্তির দ্বারাই সংক্রমিত হয়েছিলেন। 

ফাঁস হয়ে যাওয়া ইমেইল থেকে জানা যায়, সাতজন গার্ড এবং কয়েকজন হোটেল স্টাফদের মধ্যে যারা ওই ম্যানেজারের সংস্পর্শে এসেছিলেন তাদের নিজ থেকে আলাদা থাকতে বলা হয়েছিল। 

এরপর তাদের পাঁচজন গার্ড সংক্রমিত হন, এবং তাদের মাধ্যমে মেলবোর্নের উত্তর ও পশ্চিম শহরতলিগুলোতে ভাইরাস ছড়িয়ে পরে। 

তবে প্রিমিয়ার ড্যানিয়েল অ্যানড্রুজ ওই রিপোর্ট বিষয়ে কথা বলতে আগ্রহ দেখাননি। 

এদিকে নিউ সাউথ ওয়েলসেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে, সেখানে নতুন করে আরও ৯ জন শনাক্ত হয়েছেন । রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সিডনির বাসিন্দাদের করোনা টেস্টিঙয়ের আহবান জানিয়েছেন। 

অস্ট্রেলিয়ায় প্রত্যেককে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যের বিধিনিষেধগুলো দেখুন। আপনি যদি ঠাণ্ডা বা ফ্লুয়ের মত উপসর্গ অনুভব করেন তাহলে চিকিৎসককে ফোন দিন অথবা করোনা ভাইরাস হেলথ ইনফর্মেশন হট লাইন ১৮০০০২০০৮০ এই নাম্বারে ফোন দিন। এ সংক্রান্ত আরও খবর ও তথ্য আপনার ভাষায় জানতে ভিজিট করুনঃ

আরও পড়ুনঃ 

Share
Published 14 August 2020 6:41pm
Updated 15 August 2020 7:22am
By Shahan Alam
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends