টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন দুজনেরই করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে

এলভিস প্রিসলির জীবনী নির্ভর এক সিনেমার শুটিংয়ের জন্য হলিউড তারকা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আসেন। ৬৩ বছর বয়সী টম হ্যাঙ্কস বুধবার ইন্সটাগ্রামে এক পোস্টে দেন ,তিনি জানান ঠাণ্ডা-জ্বরের মত উপসর্গ দেখা দেওয়ায় তারা দুজনেই চিকিৎসকের শরণাপন্ন হন সেখানে পরীক্ষা করার পর তাদের দুজনেরই করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। আপাতত এইখানেই তাদের আইসোলেশনে রাখা হয়েছে ।

Actors Tom Hanks (L) and Rita Wilson

Actors Tom Hanks (L) and Rita Wilson Source: Mike Windle/Getty Images

বিবিসির এক প্রতিবেদনে বলা হয় টম হ্যাঙ্কস বুধবার ইন্সটাগ্রামে এক পোস্টে লিখেছেন: "আমরা কিছুটা ক্লান্ত বোধ করছি। সামান্য ঠান্ডা লেগেছে এবং শরীরে ব্যাথা রয়েছে। অল্প জ্বরও রয়েছে।""আমরা সঠিক কাজটাই করেছি এবং আমাদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় আমাদের করোনাভাইরাস পজিটিভ এসেছে।"অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী এই অভিনেতা পোস্ট করেছেন যে তাদের শারীরিক অবস্থার বিষয়ে তারা নিয়মিত খবর জানাতে থাকবেন। তিনি লিখেছেন: "জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে যতদিন প্রয়োজন আমরা হ্যাঙ্কস পরিবার ততদিন নিয়মিত পরীক্ষা করানো, পর্যবেক্ষণের মধ্যে থাকা এবং বিচ্ছিন্নভাবে বসবাস করবো।"

রক আইকন এলভিস প্রিসলি'র জীবন নিয়ে সিনেমা বানানোর কাজে বর্তমানে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অবস্থান করছেন টম হ্যাঙ্কস দম্পতি। অস্কারজয়ী এই অভিনেতা লিখেছেন, তাদের দুজনকে এখন পরীক্ষা করা হবে, পর্যবেক্ষণে রাখা হবে এবং সবার নিরাপত্তার জন্য যতদিন দরকার, ততদিন আইসোলেশনে থাকতে হবে। তবে সর্বশেষ পরিস্থিতি সবাইকে জানাতে তারা নিয়মিত পোস্ট দিয়ে যাবেন।টম হ্যাঙ্কস যেই সিনেমার কাজ করছিলেন, সেটির কাজ আপাতত স্থগিত রয়েছে।

বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস ১ ১৮হাজারের ও বেশি মানুষকে আক্রান্ত করেছে, কেড়ে নিয়েছে ৪ হাজারের বেশি মানুষের প্রাণ।কভিড-১৯ কে এখন মহামারী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ২০০ জনের ও বেশি মানুষ এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের।


Share
Published 14 March 2020 10:28pm
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends