Latest

কোভিড-১৯ আপডেট: বিশ্বব্যাপী মাঙ্কিপক্স সংক্রমণের হার নিম্নগামী; প্রতিদিন ৩১ হাজার অস্ট্রেলীয় দীর্ঘ-কোভিডের কারণে কাজে অনুপস্থিত থাকছেন

অস্ট্রেলিয়ার কোভিড -১৯ আপডেট, ২৬ আগস্ট ২০২২।

AUSTRALIAN FACE MASKS COVID-19

Workers use sewing machines to sew face masks at a Carrum Downs factory in Melbourne. (file) Source: AAP / MICHAEL DODGE/AAPIMAGE

গুরুত্বপূর্ণ বিষয়গুলো:
  • ৫ সেপ্টেম্বর থেকে কিশোর বয়সীরা প্রোটিন-ভিত্তিক নোভাভ্যাক্স কোভিড-১৯ ভ্যাকসিন দিতে পারবে
  • ৩০ থেকে ৪৯ বছর বয়সী গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মহিলারা দ্বিতীয় বুস্টার ডোজ দিতে পারবেন
  • গত সপ্তাহে সবচেয়ে বেশি মাঙ্কিপক্স কেস পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন এবং ব্রাজিলে
শুক্রবারে অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর ফলে কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ভিক্টোরিয়ায় ২৫ জন এবং নিউ সাউথ ওয়েলসে ২২ জন।

অস্ট্রেলিয়ায় নতুন কোভিড কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সর্বশেষ তথ্যের জন্যে দেখুন।
১২ থেকে ১৭ বছর বয়সীরা ৫ সেপ্টেম্বর থেকে প্রোটিন-ভিত্তিক নোভাভ্যাক্স কোভিড-১৯ টিকা নিতে পারবে।

নিউজ কর্পের পত্রিকায় ছাপানো ট্রেজারি বিভাগের তথ্য থেকে জানা গেছে যে প্রতিদিন আনুমানিক ৩১ হাজার অস্ট্রেলীয় কর্মী দীর্ঘ-কোভিডের কারণে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকছেন।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য মডার্নার স্পাইকভ্যাক্স টিকা বাজারে আনতে চলেছে অস্ট্রেলিয়া।

আরও তথ্য এবং দেখুন। তবে এই ভ্যাকসিনের জন্যে নাম নিবন্ধন এখনও চালু করা হয়নি।
অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, ৩০-৪৯ বছর বয়সী গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীরা তাদের দ্বিতীয় বুস্টার ডোজ নিতে পারবেন।

তবে এতে আরও বলা হয়েছে, যেসব নারী তিনটি ডোজ নিয়েছেন তাদের মধ্যে মারাত্মক রোগের ঝুঁকি অনেক কম।

টানা চার সপ্তাহ ধরে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর গত সপ্তাহে সেটি ২১ শতাংশ হ্রাস পেয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে।

সর্বোচ্চ মাঙ্কিপক্স সংক্রমণ দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ব্রাজিল, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, নেদারল্যান্ডস, পেরু এবং পর্তুগালে।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:

অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন:

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন


Share
Published 26 August 2022 6:42pm
Presented by Tareq Nurul Hasan
Source: SBS


Share this with family and friends