হাইলাইটস
- শুক্রবারের পর থেকে স্টেট এবং টেরিটরিগুলো প্রতিদিনের কোভিড - ১৯ সংখ্যা প্রকাশ করবে না
- বিশ্বব্যাপী নতুন সাপ্তাহিক কোভিড - ১৯ কেস এবং মৃত্যু হ্রাস অব্যাহত রয়েছে
- ভারত ও চীন সুই-মুক্ত কোভিড - ১৯ ভ্যাকসিন অনুমোদন করেছে
বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ২৫, ভিক্টোরিয়ায় ২৪ এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ১১ জন সহ কমপক্ষে ৮৪ জনের কোভিড - ১৯ মৃত্যুর খবর পাওয়া গেছে।
থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন TouchBio SARS-CoV-2 এবং FLU A/B অ্যান্টিজেন কম্বো টেস্ট এবং ফ্যান্টেস্ট কোভিড - ১৯/Influenza A&B অ্যান্টিজেন টেস্ট কিট অনুমোদন করেছে।
এই কিটগুলো দিয়ে নাকে প্রয়োগ করে নিজে নিজে পরীক্ষা করা যায় এবং কোভিড - ১৯ এবং ইনফ্লুয়েঞ্জা উভয়ই ভাইরাসই সনাক্ত করা যায়। এতে ইনফ্লুয়েঞ্জা A এবং B এর উপস্থিতি নির্দেশ করতে একটি অতিরিক্ত লাইন যুক্ত করা হয়েছে।
শুক্রবারের পর স্টেট এবং টেরিটরিগুলো দৈনিক কোভিড - ১৯ সনাক্ত সংখ্যার রিপোর্ট প্রকাশ করবে না।
এর পরিবর্তে, তারা ১৬ সেপ্টেম্বর থেকে একটি সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করবে। এই মাসের শুরুতে স্টেট এবং টেরিটরিগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ভারত এবং চীন কোভিড - ১৯ টিকা দেওয়ার জন্য সুই-মুক্ত বিকল্প অনুমোদন করেছে।
ভারত টিকাবিহীন লোকদের জন্য ভারত বায়োটেক ভ্যাকসিনের অনুনাসিক সংস্করণ (Nasal Version)অনুমোদন করেছে, একইসাথে চীনা কর্তৃপক্ষ ক্যানসিনো বায়োলজিক্সের বুস্টার ডোজের একটি ইনহেলড ভার্সন অনুমোদন করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তার সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে যে ৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে নতুন সাপ্তাহিক কোভিড - ১৯ কেস সংখ্যা ১২ শতাংশ এবং মৃত্যু পাঁচ শতাংশ কমেছে।
ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, মৃত্যু এবং নতুন কেস কমে যাওয়া উৎসাহজনক তবে সতর্ক করে দিয়েছেন যে এই প্রবণতাগুলি অব্যাহত থাকবে এমন কোনও গ্যারান্টি নেই।
তিনি বলেন, গত সপ্তাহে প্রতি ৪৪ সেকেন্ডে একজন কোভিড-১৯ নিয়ে মারা গেছেন।
মিঃ আধানম ঘেব্রেইসাস বলেন, ইউরোপে মাঙ্কিপক্স সংক্রমণ কমছে , তবে আমেরিকার কিছু দেশে কেস বাড়ছে।
Find a Long COVID clinic
Find a COVID-19 testing clinic
Register your RAT results here, if you're positive
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: