কোভিড -১৯ আপডেট: অস্ট্রেলিয়ায় মৃত্যু সংখ্যা দশ হাজারের কাছাকাছি পৌঁছেছে, ১ জুলাই থেকে নতুন পরিবর্তিত নিয়ম কার্যকর হচ্ছে

অস্ট্রেলিয়ার কোভিড -১৯ আপডেট: ১ জুলাই, ২০২২

AAP Image/Mick Tsikas

People queue at Centrelink at Darlinghurst in Sydney. (file) Source: AAP Image/Mick Tsikas

শুক্রবার অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ কমপক্ষে ৩০ জনের কোভিড -১৯ মৃত্যুর খবর দিয়েছে, যার মধ্যে ভিক্টোরিয়ায় ১২ জন, নিউ সাউথ ওয়েলসে নয়জন এবং কুইন্সল্যান্ডে ছয়জন। এছাড়াও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আগে রিপোর্ট করা দুজনের মৃত্যুর খবর দিয়েছে।

তথ্য থেকে দেখা যায় যে ২০২০ সালের জানুয়ারিতে মহামারী শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় কোভিড -১৯-এ আক্রান্ত হয়ে ৯,৮৯৭ জন মারা গেছে। সপ্তাহ শেষে এই সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার আজ স্টেট ও টেরিটোরির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন। তিনি শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য কোভিড -১৯ চিকিত্সার সুযোগ সম্পর্কে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

মিঃ বাটলার অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে নতুন সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং আইসিইউতে ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় একটি নতুন তরঙ্গের আশংকা সম্পর্কে সতর্ক করেছেন।

ফেডারেল সরকার আজ থেকে পান্ডেমিক লিভ ডিজাস্টার পেমেন্ট স্কিম শেষ করছে। ২০২০ সালের আগস্টে এই স্কিমটি চালু হওয়ার পর থেকে সরকার সারা দেশে ১.৮৯ বিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছে।

শুক্রবার নর্দার্ন টেরিটরি উচ্চ টিকা দেওয়ার হারের কারণে তার কোভিড -১৯ টিকা কেন্দ্রগুলি বন্ধ করে দিয়েছে। তবে এখনও ফার্মেসি, আদিবাসী স্বাস্থ্য ক্লিনিক এবং জিপি-তে ভ্যাকসিন পাওয়া যাবে।

টাসমানিয়া আজ মধ্যরাত থেকে পাবলিক হেলথ এমার্জেন্সি ডেক্লারেশন-এর সমাপ্তি ঘোষণা করেছে। তবে, সরকারি হাসপাতালে এখনও ফেস মাস্ক বাধ্যতামূলক।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি কোভিড-১৯ টিকাদান প্রোগ্রাম অ্যাক্সেস টু ইক্যুইটি শেষ করেছে, তবে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বাড়িতে টিকা দেবে।

কিছু স্টেট ও টেরিটোরি ১ জুলাই থেকে সোশ্যাল মিডিয়াতে আর তাদের দৈনিক কোভিড -১৯ উপাত্ত শেয়ার করবে না।

সর্বশেষ সাপ্তাহিক আপডেটে, নিউ সাউথ ওয়েলস হেলথ (NSW Health) পূর্ববর্তী সপ্তাহের তুলনায় পিসিআর (PCR) পরীক্ষার সাত শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে। গত সপ্তাহে স্টেটে ১০৪ টি কোভিড -১৯ মৃত্যুর মধ্যে মাত্র ৭২ জন লোক তাদের তৃতীয় ডোজ নিয়েছে।

বিএ.৪(BA.4) বা বিএ.৫ (BA.5) সাব-ভ্যারিয়েন্ট নমুনার অনুপাত নিউ সাউথ ওয়েলসে ৩২ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত হয়েছে৷

কুইন্সল্যান্ডবাসীরা এখন ১৭ জুলাই পর্যন্ত তাদের বিনামূল্যে ফ্লু টিকা পেতে পারেন।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন: 

Share
Published 1 July 2022 2:41pm
Updated 1 July 2022 2:43pm
Presented by Shahan Alam


Share this with family and friends