Latest

কোভিড-১৯ আপডেট: অস্ট্রেলিয়ায় গড় আক্রান্তের সংখ্যা ১৫ শতাংশ কমেছে

অস্ট্রেলিয়ায় কোভিড -১৯ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২।

NSW CORONAVIRUS COVID19

People on the main street of Merrylands in Western Sydney. (file) Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

মূল বিষয়গুলো:
  • ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া জরুরি ক্ষমতা প্রতিস্থাপনের জন্য নিম্নকক্ষে একটি বিতর্কিত বিল পাস করেছে
  • টাসমানিয়া লং কোভিডে আক্রান্ত ব্যক্তিদের জন্যে নতুন পরিষেবা চালু করেছে
  • মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ওমিক্রন ভ্যারিয়েন্টের বুস্টার ডোজের অনুমোদন দিতে পারে
মহামারীর সময় চালু করা জরুরি ক্ষমতা প্রতিস্থাপনের জন্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নিম্নকক্ষে নতুন আইন পাস করেছে।

এমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট (টেম্পোরারি কোভিড-১৯ প্রভিশনস) বিল ২০২২-এর মাধ্যমে ম্যাকগাওয়ান সরকার কোভিড-১৯ সময়কালীন বিধিনিষেধ কার্যকর করা অব্যাহত রাখতে পারবে।

বিরোধী দল কর্তৃক ড্রাকোনিয়ান বা কঠোর হিসাবে অভিহিত এই বিলটি নিয়ে অক্টোবর মাসে উচ্চকক্ষে আলোচনা করা হবে।
শুক্রবারে অস্ট্রেলিয়ার সাপ্তাহিক কোভিড সংক্রমণ সংখ্যা প্রকাশ করা হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দৈনিক কোভিড কেসের গড় সংখ্যা ছিল ৬ হাজার ৫৪৩, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম।

যারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১২ সপ্তাহ পরেও এর উপসর্গ দেখতে পাচ্ছেন, তাদের জন্যে টাসমানিয়ায় পোস্ট কোভিড-১৯ নেভিগেশন সার্ভিস চালু করা হয়েছে।

আগামীকাল (শনিবার) থেকে, টাসমানিয়ায় স্টেট পরিচালিত সমস্ত ক্লিনিকগুলিতে পিসিআর পরীক্ষা করার জন্য কোনও বুকিংয়ের প্রয়োজন হবে না। ক্লিনিক খোলা থাকার সময় যে কেউ সেখানে পরীক্ষা করাতে যেতে পারবেন।
দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শুরুতে কমে যাওয়ার পর এ সপ্তাহে ইংল্যান্ডে কোভিড-১৯ সংক্রমণ আবারও ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের বুস্টার ডোজের অনুমোদন দেওয়া আর মাত্র কিছুদিনের ব্যাপার।

বুস্টার ডোজ বর্তমানে অস্ট্রেলিয়ায় সব শিশুদের জন্য অনুমোদিত নয়।

যদিও এই মুহুর্তে ATAGI বা অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশান বর্তমানে শিশুদের জন্যে বুস্টারের অনুমতি দেওয়ার ব্যাপারে থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনের সিদ্ধান্ত পর্যালোচনা করছে।

জাপান, তাইওয়ান ও হংকং তাদের সীমান্ত পুনরায় খুলে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।

চীন ও উত্তর কোরিয়া বাদে আর কোনও দেশে প্রবেশের উপরে এখন কোনও নিষেধাজ্ঞা নেই।

লং কোভিড ক্লিনিকের জন্যে দেখুন:

কোভিড-১৯ পরীক্ষার জন্যে দেখুন:

র‍্যাট টেস্ট পজিটিভ হলে এখানে জানান:

বিদেশ ভ্রমণের আগে দেখুন:
কোভিড বিষয়ক জার্গনের জন্যে দেখুন:
আপনার ভাষায় সমস্ত কোভিড-১৯ তথ্যের জন্যে দেখুন:

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share

Published

Presented by Tareq Nurul Hasan
Source: SBS


Share this with family and friends