কোভিড-১৯ আপডেট: কোভিড পরীক্ষণ ও টিকাগ্রহণের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৭ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Jeshi la Ulinzi la Australia

Maafisa wa jeshi la Australia, wawasaidia watu walio enda kupokea chanjo katika kituo cha chanjo cha Qudos Bank Arena, NSW. Source: AAP Image/Bianca De March

  • নিউ সাউথ ওয়েলসের বেশিরভাগ আক্রান্ত ব্যক্তির বয়সই ৪০ এর নিচে।
  • ভিক্টোরিয়ায় কোভিড পরীক্ষণের হার বাড়ানোর আহ্বান জানালেন প্রিমিয়ার।
  • এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত ১৭টি নতুন কেস সনাক্ত।
  • নর্দার্ন টেরিটোরিতে নতুন কোনো কেস সনাক্ত হয় নি।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৪৫২টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৫০ জন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিলেন। আর, নতুন সংক্রমিত ব্যক্তিদের শতকরা ৭৫ ভাগের বয়স ৪০ বছরের নিচে। এদিকে, ৭০ কোঠার শেষের দিকের এক মহিলা মারা গেছেন। তার টিকা নেওয়া ছিল না।

লেনক্স হেড ভিলেজের বাসিন্দাদের প্রতি কোভিড টেস্ট করানোর আহ্বান জানানো হয়েছে। সেখানকার বর্জ পানিতে কোভিড ফ্র্যাগমেন্টস পাওয়া গেছে।

৭০ বছরের বেশি বয়সীদের প্রতি ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান।

ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ২৪টি কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনটি কেস কোনো জ্ঞাত প্রাদূর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়। আর, সংক্রমিত অবস্থায় ১০টি কেস কমিউনিটিতে ছিলেন।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ টেস্টিং বাড়ানোর জন্য আহ্বান জানান। বিশেষত, পোর্ট ফিলিপ ও বে-সাইড-সহ সেইন্ট কিল্ডা এলাকার সাবার্বগুলোতে।

টেস্টিং সাইটগুলোর তালিকা দেখুন , আর, ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত ১৭টি নতুন কেস সনাক্ত করা হয়েছে। ক্যানবেরায় এ নিয়ে মোট সক্রিয় কেস সংখ্যা দাঁড়ালো ৪৫। এসিটি-তে এখন প্রায় ১০০টি রয়েছে।

নর্দার্ন টেরিটোরিতে গতকাল ১,৮৪৬ টি টেস্ট করা হয়েছে। তবে, স্থানীয়ভাবে সংক্রমিত কোনো কেস সনাক্ত হয় নি।

কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন একটি কেস সনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি হোম কোয়ারেন্টিনে ছিলেন।
alc covid mental health
Source: ALC

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 17 August 2021 2:24pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends