সোমবার অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর কারনে কমপক্ষে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে নিউ সাউথ ওয়েলসে ১১ জন এবং সাউথ অস্ট্রেলিয়ায় ছয়জন। এছাড়াও, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আগের পাঁচটি মৃত্যু আজকের রিপোর্টে যোগ করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে মহামারী শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ।
নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে এই মাসের শুরু থেকে হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমশ বাড়ছে।
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর সর্বশেষ নতুন কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর তথ্যের জন্য দেখুন।
মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, ২০২১ সালের জুন থেকে নভেম্বরের মধ্যে তৃতীয় বা ডেল্টা ওয়েভের সময় অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আগের দুটি ওয়েভের তুলনায় অনেক বেশি ছিল।
গবেষকরা দেখতে পান যে তিনটি ওয়েভ জুড়ে রোগীদের গড় বয়স ক্রমশ হ্রাস পেয়েছে। ডেল্টা সম্ভবত আগের স্ট্রেনগুলির চেয়ে কম বয়সীদের জন্যে বেশি গুরুতর ছিল, তুলনায় আগের স্ট্রেনগুলি ৬০ বছর বা তদুর্দ্ধ বয়সীদের জন্য বেশি হুমকির ছিল।
ভিক্টোরিয়া স্টেটের চিফ হেলথ অফিসার ব্রেট সাটন বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের দুটি সাব-লাইন বিএ.৪ এবং বিএ.৫-এর নমুনা মেট্রো ও রিজিওনাল এলাকার বর্জ্য পানিতে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
অধ্যাপক সাটন বলেন, এ রাজ্যে কোভিড সংক্রমণ এবং হাসপাতালে ভর্তিসহ আক্রান্তের সংখ্যা পুনরায় বৃদ্ধি পাবে বলে তিনি আশংকা করছেন।
তিনি বলেন, বর্তমানে সক্রিয় বিএ.২ ভ্যারিয়েন্টের চেয়ে বিএ.৪ এবং বিএ.৫-এর, পূর্ববর্তী কোভিড-১৯ সংক্রমণ ও টিকা থেকে পাওয়া ইমিউনিটি এড়ানোর ক্ষমতা বেশি। তবে, বিএ.৪ এবং বিএ.৫ আরও গুরুতর রোগের কারণ হতে পারে বলে কোনো প্রমাণ নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে তারা মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে এই মুহুর্তে কোভিড-১৯ এর মত বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্যে জরুরি অবস্থা হিসেবে অভিহিত করবে না।
ডব্লিউএইচও বলছে, এই প্রাদুর্ভাবের কারণে ছড়িয়ে পড়া ভাইরাসটির বিস্তার রোধে নজরদারি, কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশন ও রোগীর যত্ন নেয়ার মতো সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা দরকারি।
ইতিমধ্যে অস্ট্রেলিয়াসহ আরও ৫০টিরও বেশি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: