কোভিড -১৯ আপডেট: 'ভীষণ উদ্বেগজনক': নিউ সাউথ ওয়েলসে কঠোর বিধিনিষেধ, অমান্য করলে বিপুল অংকের জরিমানা

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৪ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

NSW Police and Detectives at the scene in Dulwich Hill, following a fatal stabbing in Marrickville, Sydney, Friday, August 13, 2021. A police operation is underway after a man was stabbed to death at Marrickville. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING

NSW Police Force have an increased presence across Greater Sydney, backed up by 500 additional Australian Defence Force personnel from 16 August. Source: AAP Image/Dan Himbrechts

  • নিউ সাউথ ওয়েলসে কেইস সংখ্যায় আরেকটি বড় রেকর্ড, সনাক্ত ৪৬৬
  • মেলবোর্নে এখন ৪৫০টিরও বেশি COVID-19 সম্ভাব্য সংক্রমণ স্থান বা এক্সপোজার সাইট
  • কুইন্সল্যান্ডে সংক্রমিত অবস্থায় কেউই কমিউনিটিতে ছিল না
  • ACT-তে এখন সাতটি সক্রিয় কেইস রয়েছে

নিউ সাউথ ওয়েলস

রাজ্যে স্থানীয়ভাবে ৪৬৬ টি নতুন কেইস এবং চারটি মৃত্যুর রেকর্ড করেছে। সংক্রামক অবস্থায় কমপক্ষে ৬৮টি কেইস কমিউনিটিতে ছিল।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত ৫০০ কর্মী সোমবার ১৬ আগস্ট থেকে এনএসডব্লিউ পুলিশ কমপ্লায়েন্স অপারেশনে যোগ দেবেন।

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, কঠোর নিষেধাজ্ঞা বলবৎ করা হবে।

যারা বৃহত্তর সিডনি ছেড়ে চলে যাচ্ছেন তাদের অবশ্যই করতে হবে। গ্রেটার সিডনির সকল বাসিন্দাদের জন্য চলাচল ১০ কিমি সীমা কমিয়ে ৫ কিমি করা হয়েছে।

সোমবার ১৬ আগস্ট থেকে, সংক্রমণ নিয়ে উদ্বেগ আছে এমন র বাসিন্দারা কেবল শিশুদের ব্যায়াম এবং তাদের দেখাশোনার জন্য বাইরে যেতে পারেন; এছাড়া কোনো বাইরের বিনোদন অনুমোদিত নয়। যারা একা থাকেন তাদের এখন তাদেরকে ওয়েবসাইটে গিয়ে "সিঙ্গেল বাবল" হিসেবে নিবন্ধন করতে হবে।

জনস্বাস্থ্য আদেশ লঙ্ঘনের জন্য জরিমানা বাড়িয়ে ৫,০০০ ডলার করা হয়েছে।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে সনাক্ত ২১টি নতুন কেইস রেকর্ড করেছে, যার মধ্যে তিনটির উৎস চলতি প্রাদুর্ভাবের সাথে সম্পর্কিত নয়। সংক্রামক অবস্থায় দশটি কেইস কমিউনিটিতে ছিল।

মেলবোর্নের চ্যাডস্টোন শপিং সেন্টারকে কোভিড -১৯ এক্সপোজার সাইট ঘোষণা করা হয়েছে। মেলবোর্নে এখন রয়েছে, যার মধ্যে হাইপয়েন্ট শপিং সেন্টার এবং বেশ কয়েকটি বড় অ্যাপার্টমেন্ট ব্লক রয়েছে।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

কুইন্সল্যান্ড স্থানীয়ভাবে ৬ টি নতুন কেইস রেকর্ড করেছে যা চলতি প্রাদুর্ভাবের সাথে যুক্ত এবং তারা সংক্রামক অবস্থায় কোয়ারেন্টিনে ছিলেন।

ACT একটি নতুন স্থানীয়ভাবে সনাক্ত কেস রেকর্ড করেছে, এ নিয়ে সেখানে মোট সক্রিয় কেইস সাতটি।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 14 August 2021 12:48pm
Updated 14 August 2021 1:30pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends