কোভিড-১৯ আপডেট: অস্ট্রেলিয়ায় ৬৯ জনের মৃত্যু, এবং আরও দেড় মিলিয়ন মানুষের জন্যে চতুর্থ ডোজ ভ্যাকসিনের সুপারিশ করা হয়েছে

অস্ট্রেলিয়ার কোভিড-১৯ আপডেট: ২৬ মে, ২০২২।

Members of the Indigenous community are seen receiving a Covid-19 vaccine at a pop-up vaccination clinic at the National Centre of Indigenous Excellence in Redfern, Sydney, Saturday, September 4, 2021. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING

Source: AAP

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর ফলে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিউ সাউথ ওয়েলসে ৩০ জন এবং ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে ১৯ জন করে মারা গেছেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় (WA) আগের দুইটি মৃত্যু আজকের পরিসংখ্যানে যুক্ত করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় নতুন কেস, মৃত্যু ও হাসপাতালে ভর্তিসহ সর্বশেষ কোভিড -১৯ সম্পর্কিত তথ্যের জন্যে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (ATAGI) ১৬-৬৪ বছর বয়সী যাদের শারীরিক অসুস্থতা রয়েছে তাদের এখন থেকেই, এবং আগামী ৩০ মে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শীতকালীন কোভিড-১৯ বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে।

ATAGI জানিয়েছে, চতুর্থ বা শীতকালীন বুস্টার ডোজটি তিনটি ভ্যাকসিন নেয়া সুস্থ ব্যক্তিদের (১৬-৬৪ বছর বয়সী) জন্য সুপারিশ করা হচ্ছে না। স্বাস্থ্যসেবা কর্মী এবং গর্ভবতী মহিলা যাদের আর কোনও স্বাস্থ্যঝুঁকি নেই তাদের জন্যেও আপাতত চতুর্থ ডোজের প্রয়োজন নেই।

ATAGI-র সুপারিশটি আরও ১.৫ মিলিয়ন মানুষের জন্যে প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে চতুর্থ ডোজের ভ্যাকসিনটি উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে থাকা বেশিরভাগ মানুষজন দিতে পারছে। যার মধ্যে রয়েছে ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি, বয়স্কসেবা কেন্দ্রের বাসিন্দা, রোগপ্রতিরোধ ক্ষমতা গুরুতর কমে যাওয়া ব্যক্তি এবং ৫০ বছর বা তার বেশি বয়সী অ্যাবঅরিজিনাল এবং টরেস স্ট্রেইট আইল্যান্ডার মানুষ।

নিউ সাউথ ওয়েলসের হাসপাতালগুলোর মত কুইন্সল্যান্ডেও সরকারি ফিভার ক্লিনিক ও হাসপাতালগুলোতে কোভিড-১৯ ও ফ্লু-র পরীক্ষা একযোগে শুরু করা হবে। অন্যান্য স্টেটও শিঘ্রী এই পন্থা অনুসরণ করবে বলে আশা করা যাচ্ছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 26 May 2022 2:48pm
Presented by Tareq Nurul Hasan


Share this with family and friends