মূল বিষয়গুলো:
- শিশুদের ভাইরাস সংক্রমণ সম্পর্কে সতর্ক করার জন্যে নতুন একটি গান প্রকাশিত হয়েছে
- কোভিড-১৯ এর ফলে অস্ট্রেলিয়ায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে
- বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে WHO
শুক্রবারে অস্ট্রেলিয়ায় কোভিডের কারণে কমপক্ষে ৭৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ভিক্টোরিয়ায় ২৭ জন, নিউ সাউথ ওয়েলসে ২২ জন এবং কুইন্সল্যান্ডে ১৪ জন মারা গেছেন।
এ সপ্তাহে অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এ মৃত্যুর মোট সংখ্যা ১৩ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন মানুষ কোভিডে মারা গেছেন।
স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার এবিসি রেডিওকে বলেন, ওমিক্রন এবং ফ্লু-এর সর্বোচ্চ ঢেউ আপাতত অতিক্রান্ত হয়েছে ভাবা হলেও হাসপাতালগুলো এখনও যথেষ্ঠ চাপের মধ্য দিয়ে যাচ্ছে।
মি: বাটলার বলেন, মহামারী এখনও শেষ হয়নি এবং কোভিডও এখন পর্যন্ত ফ্লু-এর মত প্রতি বছরের মৌসুমী ভাইরাস রোগে পরিণত হয়নি।
শিশুদের মধ্যে ভাইরাসের সংক্রমণ কীভাবে এড়ানো যায় সে সম্পর্কে সতর্ক করার জন্যে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড এজড কেয়ার সম্প্রতি নতুন একটি গান (আই গট ইউ) প্রকাশ করেছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাউথ অস্ট্রেলীয়রা নিম্নোক্ত কেন্দ্রগুলোতে তাদের কোভিড-১৯ ভ্যাকসিন ও বুস্টার ডোজ দিতে পারবেন: ইস্ট অ্যাডিলেড স্কুল, হোয়াইটফ্রিয়ার্স ক্যাথলিক স্কুল, বেরি প্রাইমারি স্কুল, পুরাকা প্রাইমারি স্কুল এবং ম্যাগিল প্রাইমারি স্কুল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ১৪ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড-১৯ কেসের সংখ্যা ২৪ শতাংশ হ্রাস পেয়েছে।
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যার মধ্যে অস্ট্রেলিয়া, জাপান ও কোরিয়া অন্তর্ভুক্ত রয়েছে, সেখানে কেসের সংখ্যা ১৮ শতাংশ হ্রাস পেয়েছে।
যদিও গত সপ্তাহে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে জাপান, কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইটালিতে।
WHO এই মুহূর্তে ওমিক্রনের ২০০টি ধারা পর্যবেক্ষণ করছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: