কোভিড-১৯ আপডেটঃ ৮০ শতাংশ টিকাকরণের পর এনএসডব্লিউর জীবনযাপন স্বস্তিকর হবে, ভিক্টোরিয়ায় অনুদানের পরিমাণ বৃদ্ধি

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৫ সেপ্টেম্বর, ২০২১ এর হালনাগাদ খবর

Jamii zakwanza zapewa chanjo ya COVID-19 mjini Sydney

Wanachama wa jamii zawatu wa asili, wapokea chanjo za Covid-19 katika zahanati iliyo jenga katika kituo chakitaifa cha ubora wa asili. Source: AAP/Dan Himbrechts

  • নিউ সাউথ ওয়েলসের চল্লিশ শতাংশ বাসিন্দা দুই ডোজ টিকা পেয়েছেন
  • ভিক্টোরিয়ার দুঃস্থ ও অরক্ষিত জনগোষ্ঠীর জন্য সরকারী অনুদান বাড়ানো হয়েছে
  • অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিতে ১৫টি নতুন স্থানীয় কেইস
  • কুইন্সল্যান্ডে একজন স্থানীয়ভাবে সংক্রমিত।


নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ)

এনএসডব্লিউ স্থানীয়ভাবে ১৫৩৩টি নতুন কেইস এবং তিনজনের মৃত্যু রেকর্ড করেছে। হাসপাতালে অবস্থান করছেন এক হাজারেরও বেশি মানুষ। ভাইরাসে আক্রান্ত ১৭৫ জন নিবিড় পরিচর্যা ইউনিটে এবং ৭২ জন ভেন্টিলেটরে আছেন।

রাজ্যের ৪০ শতাংশ বাসিন্দা কোভিড-১৯ টিকার দুইটি ডোজ পেয়েছেন এবং ৭৩ শতাংশ পেয়েছেন প্রথম ডোজ। প্রিমিয়ার গ্ল্যাডিস বেরিজিক্লিয়ান ৮০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা অর্জিত হলে আর রাজ্যজুড়ে লক ডাউন বিধিনিষেধ জারি করতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন, তবে সামনের অন্তত এক পক্ষকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে বলে শংকা প্রকাশ করেছেন। 

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া ১৮৩টি নতুন স্থানীয় কেস রেকর্ড করেছে, যার মধ্যে ১০১টি চলতি প্রাদুর্ভাবের সাথে যুক্ত। মন্ত্রী লুক ডোনেলান কোভিড-১৯ সহায়তা ও অনুদান বাবদ ২৭ মিলিয়ন ডলার পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দিয়েছেন। 

আপনার নিকটবর্তী টিকাদান কেন্দ্র খুঁজে পেতে ক্লিক করুন। 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

  • এসিটিতে নতুন ১৫টি কেইস রেকর্ড করা হয়েছে, তার মধ্যে ১৩টি জ্ঞাত প্রাদুর্ভাব সংশ্লিষ্ট। ছয়জন সংক্রমণশীল কালে কোয়ারেন্টিনে ছিলেন। 
  • গতকাল যে শিশুটি পজিটিভ ছিল, তার মাও স্থানীয় আক্রান্তের অন্তর্ভুক্ত হয়েছেন। 
  •  সীমান্তের কড়াকড়ি শিথিল করার পূর্বে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ উপযুক্ত বাসিন্দাদের অন্তত ৮০ ভাগ টিকাকরণ নিশ্চিত করতে চায়। 

Image

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .


Share
Published 5 September 2021 2:34pm
Updated 5 September 2021 9:31pm
By SBS/ALC Content
Presented by Pychimong Marma
Source: SBS


Share this with family and friends