কোভিড - ১৯ আপডেট: ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য মডার্না ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে, অস্ট্রেলিয়া জুড়ে অন্তত ৬০ জন মৃত্যুর রিপোর্ট

অস্ট্রেলিয়ার কোভিড - ১৯ আপডেট: ২৩ ফেব্রুয়ারি, ২০২২

Gloved hands holding a Moderna COVID-19 vaccine vial

The Moderna COVID-19 vaccine will be available from tomorrow 24 February to children aged 6 to 11. Source: Aditya Sutanta/ABACA

  • মডার্না কোভিড - ১৯ ভ্যাকসিন ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য অনুমোদিত হয়েছে। শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের অর্ধেক ডোজ দেওয়া হবে, আগামীকাল বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী থেকে টিকা পাওয়া যাবে।
  • থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বের প্রথম সংস্থা যারা ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য মডার্না কোভিড - ১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে, অ্যাডজাংক্ট প্রফেসর জন স্কেরিটের মতে, অন্যান্য আন্তর্জাতিক নিয়ন্ত্রকসংস্থাগুলিও শীঘ্রই অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে।
  • সোমবার ২৮ ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলসের স্কুলগুলিতে বিধিনিষেধ শিথিল করা হবে। বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা মুক্তভাবে যোগাযোগ করতে পারবে এবং অভিভাবক এবং দর্শকদের স্কুলের সাইটে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
  • সোমবার ২৮ ফেব্রুয়ারি থেকে নিউ সাউথ ওয়েলসের হাই স্কুলে এবং সোমবার ৭ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে মাস্কের প্রয়োজন হবে না।
  • রবিবারের ঘোষণায় আরো বলা হয় যে আগামী সপ্তাহ থেকে নিউ সাউথ ওয়েলসের স্কুলে আরএটি পরীক্ষার প্রয়োজন হবে না। রেপিড এন্টিজেন পরীক্ষা ছাত্রছাত্রীদের পরিবারকে প্রয়োজন হলে দেয়া হবে।
  • বেশিরভাগ ইনডোর সেটিংসে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার থেকে এসিটিতে ফেস মাস্কের প্রয়োজন হবে না। বিমানবন্দরে, ফ্লাইটে এবং স্কুলে, পাবলিক ট্রান্সপোর্টসহ উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থান (হাসপাতাল, আবাসিক বয়স্ক সেবা প্রতিষ্ঠান, কারেকশন্স ফ্যাসিলিটিজ বা আবাসিক সুবিধা) কাজ করার সময় বা পরিদর্শন করার সময় স্টাফ এবং লোকজনকে মাস্ক পরতে হবে। ৭ থেকে ১২ বছরের ছাত্রছাত্রীদেরও স্কুলের ইনডোর স্পেসে মাস্ক পরতে হবে।
  • কুইন্সল্যান্ডে আজকে ৩৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। প্রিমিয়ার আনাস্তাসিয়া প্যালুসেই মৃত্যুর উচ্চ সংখ্যার কারণ ব্যাখ্যা করে বলেছেন এখানে বেশ কিছু সাপ্তাহিক মৃত্যুর সংখ্যাও আছে।

কোভিড - ১৯ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান

নিউ সাউথ ওয়েলসে এখন ১,২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছে যার মধ্যে ৬৯ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন। সেখানে ৬ জন মারা গেছে এবং ৮,৯৩১ টি নতুন কোভিড কেস সনাক্ত হয়েছে।

ভিক্টোরিয়ায় ৩১৯ জন হাসপাতালে রয়েছে, ২২ জন আইসিইউতে এবং ৮ জন ভেন্টিলেটরে রয়েছে। সেখানে ১৭ জন মারা গেছে এবং ৬,৯২৬ জন নতুন সংক্রমণ হয়েছে।

কুইন্সল্যান্ডে ৬,৩০১ টি নতুন কোভিড - ১৯ কেস এবং ৩৭ জনেই মৃত্যু রেকর্ড করা হয়েছে। ৩৭৯ জন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে ভর্তি, ৩৫ জন রোগী নিবিড় পরিচর্যায় রয়েছে।

টাসম্যানিয়ায় ৮৪২ টি নতুন কোভিড - ১৯ কেস রেকর্ড করা হলেও কেউ মারা যায়নি। ১০ জন কোভিড রোগী হাসপাতালে আছে, তাদের মধ্যে দুজন আইসিইউতে।

এসিটিতে ৪০ জন এখন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে, ২ রোগী নিবিড় পরিচর্যায় রয়েছে। ৯৪৬ টি নতুন কেস সনাক্ত হলেও নতুন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ৬৪৫ টি নতুন কেস রিপোর্ট করেছে, যেখানে ৫ জন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বেশ কয়েকটি স্টেট রেপিড এন্টিজেন টেস্ট (RAT) রেজিস্ট্রেশন ফর্ম সেট আপ করেছে, পূরণ করার প্রয়োজন হলে ক্লিক করুন:

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share
Published 23 February 2022 5:20pm
Presented by Shahan Alam


Share this with family and friends