কোভিড-১৯ আপডেট: ভ্যাকসিন বুস্টার শট নেয়ার উপযুক্ত সময় নির্ধারণ, মাস্ক পরা বাধ্যতামূলক করা নিয়ে আলোচনা করবে ন্যাশনাল ক্যাবিনেট

অস্ট্রেলিয়ার করোনাভাইরাস সংক্রান্ত ২২ ডিসেম্বর ২০২১-এর আপডেট।

Prime Minister Scott Morrison speaks to the media during a community breakfast on Bribie Island, north of Brisbane, Tuesday, December 21, 2021. (AAP Image/Albert Perez) NO ARCHIVING

Prime Minister Scott Morrison and state leaders held a meeting of national cabinet on Wednesday. Source: AAP

  • নিউ সাউথ ওয়েলসের টেস্টিং ক্লিনিকগুলি লোকে লোকারণ্য হয়ে উঠেছে, স্টেটে নতুন কোভিড-১৯ কেস রিপোর্ট করা হয়েছে ৩,৭৬৩টি, যা দৈনিক সনাক্তের নতুন রেকর্ড।
  • নিউ সাউথ ওয়েলসের হাসপাতালে ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি ২৮৪ জন থেকে বেড়ে ৩০২ জনে উন্নীত হয়েছে - তাদের মধ্যে ৪০ জন আইসিইউতে রয়েছেন।
  • বুধবার যখন ন্যাশনাল ক্যাবিনেট বৈঠকে বসবে তখন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটে বুস্টার শট নেয়ার সময়ের ব্যবধানের বিষয়টি উত্থাপন করবেন।
  • এছাড়াও মন্ত্রিপরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে সারা দেশে সনাক্ত সংখ্যা বৃদ্ধির বিষয়টির সাথে মাস্ক ম্যান্ডেট নিয়েও আলোচনা হবে।
  • প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন যে নতুন মডেলিংয়ে অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ কেসের সংক্রমণ প্রতিদিন দুই লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে বলে যা বলা হয়েছে তার "সম্ভাবনা খুবই কম"।
  • অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার পল কেলি মডেলিং নিয়ে মিডিয়া রিপোর্টিংকে "বাছাই করা" এবং "বিভ্রান্তিকর" হিসাবে বর্ণনা করেছেন।
  • কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আনাস্তাসিয়া পালুসেই বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সিনেমা, থিয়েটার এবং আতিথেয়তা কর্মীদের জন্য নতুন করে মাস্ক পরার বাধ্যবাধকতা ঘোষণা করেছেন।
  • মডার্নার চিফ এক্সিকিউটিভ বলেছেন যে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষার জন্য বুস্টার শট তৈরিতে কোম্পানি কোনো সমস্যা দেখছে না।

কোভিড পরিসংখ্যান:

  • নিউ সাউথ ওয়েলসে নতুন ৩,৭৬৩টি কেস এবং দু’জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যেখানে ভিক্টোরিয়ায় ১,৫০৩টি কেস সনাক্ত এবং ছয় জনের মৃত্যু হয়েছে।
  • কুইন্সল্যান্ডে ১৮৬টি, টাসম্যানিয়ায় ১২টি, এসিটিতে ৫৮টি কেস রেকর্ড করা হয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Follow SBS Bangla on .

Share
Published 22 December 2021 2:53pm
Updated 22 December 2021 3:04pm
Presented by Shahan Alam


Share this with family and friends