- নিউ সাউথ ওয়েলসে কাল থেকে কিছু বিধিনিষেধ শিথিল হচ্ছে।
- ভিক্টোরিয়ায় ৭০০০ টি ফাইজারের প্রথম ডোজ টিকা পাওয়া যাচ্ছে।
- এসিটিতে ১৫টি এবং কুইন্সল্যান্ডে শূন্য কমিউনিটি কেস।
নিউ সাউথ ওয়েলস
এনএসডব্লিউ স্থানীয়ভাবে ১২৬২ টি নতুন কেস এবং সাতজনের মৃত্যু রেকর্ড করেছে।
১৩ই সেপ্টেম্বর থেকে বাইরে পূর্ন ডোজপ্রাপ্ত ৫ জন ব্যক্তি সাক্ষাৎ করতে পারবেন। উক্ত ১২টি স্থানীয় সরকার এলাকার বাসিন্দারা পূর্ন ডোজ টিকাপ্রাপ্ত পরিবারের সাথে দুই ঘন্টার জন্য পিকনিক এবং মনোরঞ্জনের জন্য ঘরের বাইরে যেতে পারবেন। এছাড়াও শরীর চর্চার জন্য সময়সীমার বিধি আর থাকবে না।
প্রিমিয়ার বেরেজিক্লিয়ান বলেন, যেহেতু দেশের ১৬ বছর বয়সোর্ধ্ব ৭৮ ভাগ নাগরিক ভ্যাক্সিনের একটি ডোজ এবং ৪৫.৫৮ ভাগ পূর্ণ ডোজ টিকা পেয়েছেন, এ অবস্থায় ক্রিসমাসে আন্তর্জাতিক সীমান্ত খোলার লক্ষ্যে আমরা এগোতে পারি। আপনার করুন।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া ৩৯২ টি স্থানীয়ভাবে সংক্রমণের কেস রেকর্ড করেছে।
প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ বলেন, রাজ্য চালিত ক্লিনিকে সামনের সপ্তাহ থেকে ৭০০০ টি প্রথম ডোজ ফাইজার টিকা পাওয়া যাবে।
টিকা প্রদানের সুবিধার্থে রাজ্যজুড়ে নতুন 'পপ-আপ' ক্লিনিক বা তাৎক্ষনিক ভিত্তিতে গড়ে উঠা স্বাস্থ্য কেন্দ্র খোলা হবে। আটটি স্কুল এবং স্থানীয় সরকার এলাকা জুড়ে এসব ক্লিনিক গড়ে তোলা হবে, তার মধ্যে হিউম, ড্যান্ডেনং এবং ক্যাসি, থর্নবেরি এলাকার একটি গ্রিক অরথডক্স চার্থচ সহ, মিল পার্কের একটি হিন্দু মন্দির এবং নিউপোর্টের একটি
অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা
- প্রধানমন্ত্রী স্কট মরিসন অতিরিক্ত এক মিলিয়ন মডার্ণা কোভিড-১৯ ডোজের ঘোষনা দিয়েছেন। ১২ বছরের উর্ধ্বে যে কেউ এটা গ্রহণ করতে পারবেন।Source: ALC
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: