কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে সংক্রমণ-সংখ্যা এখনও “অনেক বেশি”

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৫ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Sydney Olympic Park Vaccination Centre

People waiting to be vaccinated at the Sydney Olympic Park Vaccination Centre at Homebush in Sydney, Sunday, August 15, 2021. Source: AAP Image/David Gray

  • নিউ সাউথ ওয়েলসে পাঁচ মিলিয়ন লোক টিকার প্রথম ডোজ নিয়েছে।
  • ভিক্টোরিয়ায় অ্যাডিশনাল ভ্যাকসিনেশন বুকিং পাওয়া যাচ্ছে।
  • এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত দুটি নতুন কেস সনাক্ত।
  • অস্ট্রেলিয়ায় অতিরিক্ত এক মিলিয়ন ফাইজার ডোজ আজ রাতে আসার কথা।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৪১৫টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে, চার জন মারা গেছে। অন্তত ৩৫টি ক্ষেত্রে সংক্রমিত থাকা অবস্থায় লোকেরা কমিউনিটিতে ছিলেন।

সবচেয়ে বেশি সংক্রমিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ব্লাকটাউন, মাউন্ট ড্রুইট, ম্যারিয়ন এবং মেরিল্যান্ড ও গিল্ডফোর্ড।

প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেন, টিকা-নেওয়া ব্যক্তিদেরকে সেপ্টেম্বর থেকে কিছুটা স্বাধীনতা দেওয়ার জন্য সুযোগ খুঁজছে সরকার। রাজ্যটিতে প্রাপ্ত-বয়স্ক ব্যক্তিদের ৫০ শতাংশকে আংশিকভাবে টিকা দেওয়া হয়েছে।

ভ্যাকসিনেশন ক্লিনিকগুলোর তালিকা দেখুন

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ২৫টি কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে চারটি কেস কোনো জ্ঞাত প্রাদূর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়। আর, সংক্রমিত অবস্থায় ১৩টি কেস কমিউনিটিতে ছিলেন।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, সরকারি ওয়েবসাইটে আজ আরও ৮৪,০০০ বুকিংয়ের সুযোগ পাওয়া যাবে।

ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন কোনো কেস সনাক্ত করা হয় নি। নিউ সাউথ ওয়েলস সীমান্তে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত দু’টি নতুন কেস সনাক্ত করা হয়েছে। এদের একজনের সংক্রমণের বিষয়টি রহস্যজনক।

ফেডারাল সরকার ৪০ মিলিয়নের বাইরেও আরও এক মিলিয়ন ডোজ ফাইজার ভ্যাকসিন সংগ্রহ করা নিশ্চিত করেছে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 15 August 2021 1:34pm
Updated 15 August 2021 1:44pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends