কোভিড-১৯ আপডেট: অপরিহার্য কর্মী-তালিকা বর্ধিত করেছে নিউ সাউথ ওয়েলস আর ভিক্টোরিয়ায় সংক্রমিত এলাকার সংখ্যাও বাড়ছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৮ জুলাই, ২০২১ এর আপডেট এটি।

Sehemu ya nje ya jengo la Isola katika kitongoji cha Richmond, Melbourne, Sunday, July 18, 2021.

Mamlaka wa afya wa Victoria wamefunga jengo la Isola katika kitongoji cha Richmond, baada ya mkaaji kupatwa na Covid-19. Source: (AAP Image/James Ross)

  • ফেয়ারফিল্ড, কেন্টারবেরি-ব্যাংকসটাউন এবং লিভারপুল এলাকা থেকে বাইরে কাজে যাওয়ার ক্ষেত্রে অনুমোদিত কর্মী-তালিকা বর্ধিত করেছে নিউ সাউথ ওয়েলস।
  • ভিক্টোরিয়ায় কোভিড-১৯ সংক্রমিত এলাকার সংখ্যা বেড়েই চলেছে।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে ১০৫টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ৬৬টি সংক্রমণের যোগসূত্র রয়েছে একটি জানা ক্লাস্টারের সঙ্গে। আর, ৩৯টি সংক্রমণের কারণ জানার জন্য এখনও অনুসন্ধান চালানো হচ্ছে। এদিকে, সাউথ-ইস্টার্ন সিডনিতে ৯০ এর কোঠার এক নারী মারা গেছেন।

১৯ জুলাই, সোমবার, রাত ১২:০১ এএম থেকে সমস্ত নির্মাণ-কাজ, জরুরি নয় এ রকম রক্ষণাবেক্ষণ, যেগুলোর মধ্যে রয়েছে আবাসিক এলাকায় ক্লিনিং সার্ভিস ও সংস্কার ও মেরামতের কাজ, এগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।

আশা করা হচ্ছে যে, এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে নিউ সাউথ ওয়েলসের প্রায় ৫ লাখ নির্মাণ-শ্রমিকের ওপরে।

একটি তালিকা কিংবা মানচিত্রে  সম্পর্কে দেখুন। বর্তমান এই লকডাউনটি আগামী ৩০ জুলাই, শুক্রবার রাত ১১:৫৯ পিএম পর্যন্ত চলবে।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত ১৬টি নতুন কেস এবং বিদেশে সংক্রমিত আরও দু’টি কেস সনাক্ত করা হয়েছে। ভিক্টোরিয়ায় সর্বমোট সক্রিয় কেসের সংখ্যা এখন ৭০ জন।

রাজ্যটিতে এখন ২১৫টিরও বেশি নতুন-সংক্রমণ-স্থান রয়েছে। এই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে আল্টনা মিডোজ, কিউ এবং ট্রুগানিনা সাবার্বগুলো। এদিকে, সাউথ-ইস্ট মেলবোর্নের ফিলিপ আইল্যান্ডের বাসিন্দাদেরকে পরীক্ষণ করাতে বলা হয়েছে।

একটি তালিকা কিংবা মানচিত্রে  সম্পর্কে দেখুন। এই পঞ্চম লকডাউনটি আগামী ২০ জুলাই, মঙ্গলবার রাত ১১:৫৯ পিএম পর্যন্ত চলবে।

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

  • এসিটি এবং কুইন্সল্যান্ডে আরও এক দিন স্থানীয়ভাবে সংক্রমিত কোনো কেস সনাক্ত করা হয় নি।
  • সাউথ অস্ট্রেলিয়ায় ওয়েভাইলের অ্যাডিলেইড শো গ্রাউন্ডে প্রায় ১ লাখ (১০০,০০০) ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।
  • নিউ সাউথ ওয়েলসের সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করেছে টাসম্যানিয়া।
ঈদ-উল-আজহা (কুরবানীর ঈদ) শুরু হচ্ছে সোমবার, ১৯ জুলাই থেকে। ঈদের সময়ে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখুন। সেজন্য:

  • ঘরে ঈদের নামাজ আদায় করুন
  • বড় জমায়েত বাতিল করুন
  • ফেস মাস্ক পরিধান করুন
  • আপনার নিজস্ব জায়নামাজ ব্যবহার করুন

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।


৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 18 July 2021 4:14pm
Updated 18 July 2021 4:17pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends