কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ সকলকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৩ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Zahanati ya chanjo ya AstraZeneca katika kitongoji cha Wattle Grove

Zahanati ya chanjo ya AstraZeneca bila miadi katika kitongoji cha Wattle Grove, NSW Source: AAP Image/Joel Carrett

  • নিউ সাউথ ওয়েলস আগস্টের মধ্যেই ৬ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে।
  • কুইন্সল্যান্ডের সক্রিয় কোরোনাভাইরাস রোগীর সংখ্যা এখন ৪৭।
  • ভিক্টোরিয়া চারটি নতুন কেইস রেকর্ড করেছে।
  • ফেডারেল সরকার অতিরিক্ত কোভিড সহায়তার প্রস্তাব করেছে।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলস স্থানীয়ভাবে আরো ১৯৯ টি নতুন কেইস রেকর্ড করেছে, তাদের মধ্যে কমপক্ষে ৫০ জন কমিউনিটিতে সংক্রমিত অবস্থায় ছিলেন।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড: কেরি চ্যান্ট মানুষকে মনে করিয়ে দেন যে একেবারে প্রয়োজন না হলে যাবেন না।

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান চান রাজ্য আগস্টের শেষ নাগাদ ৬ মিলিয়ন টিকা দেয়ার রেকর্ড করুক। এ পর্যন্ত সেখানে ৩.৯ মিলিয়ন ডোজ টিকা দেয়া হয়েছে।

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ড স্থানীয়ভাবে সনাক্ত করা ১৬টি নতুন কেইস রেকর্ড করেছে, সবগুলোই চলতি ক্লাস্টারের সাথে যুক্ত।

চিফ হেলথ অফিসার ডা: জ্যানেট ইয়াং বাসিন্দাদের বাসায় থাকার এবং কোনো উপসর্গ দেখলেই তা পরীক্ষা করার আবেদন জানান।

ডেপুটি পুলিশ কমিশনার স্টিভ গোলচেভস্কি বলেছেন, পুলিশ এ পর্যন্ত ৭০টি বিধি লঙ্ঘন বা ইনফ্রিঞ্জমেন্ট নোটিশ জারি করেছে এবং ২১ জনকে গ্রেপ্তার করেছে যারা জনস্বাস্থ্যের আদেশ অমান্য করেছেন।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে সনাক্ত চারটি নতুন মামলা রেকর্ড করেছে, তাদের সবাই চলতি প্রাদুর্ভাবের সাথে যুক্ত এবং সংক্রমিত অবস্থায় কোয়ারেন্টাইনে ছিল।

যারা রাজ্যের জনস্বাস্থ্য আদেশের কারণে কমপক্ষে 8 ঘন্টা কাজ হারিয়েছেন তারা তাদের নিয়মিত পেমেন্টের পাশাপাশি জন্য যোগ্য। এই অতিরিক্ত সহায়তার আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share

Published

Updated

By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends