কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে টানা দ্বিতীয় দিন সহস্রাধিক কেস সনাক্ত

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৯ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Vaccination clinic at Olympic Park Sydney, NSW

Source: AAP Image/Bianca De March

  • নিউ সাউথ ওয়েলসে কতিপয় অথরাইজড ওয়ার্কারের জন্য নতুন ভ্যাকসিনেশন রিকয়ারমেন্ট।
  • লকডাউন বাড়ানো হবে বলে নিশ্চিত করলো ভিক্টোরিয়া।
  • এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত ১৩টি নতুন কেস সনাক্ত।
  • কুইন্সল্যান্ডে হোম কোয়ারেন্টিনে একটি কমিউনিটি কেস সনাক্ত।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ১,২১৮টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ৮৮৭টি সনাক্ত হয়েছে ওয়েস্টার্ন ও সাউথ-ওয়েস্টার্ন সিডনিতে। ছয় ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে কোভিড-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৫।

৬ সেপ্টেম্বর, সোমবার থেকে, অথরাইজড ওয়ার্কার বা প্রাধিকারপ্রাপ্ত কর্মীরা যারা বাস করেন কিন্তু তাদের গভার্নমেন্ট এরিয়ার বাইরে কাজ করেন, তাদের অন্তত এক ডোজ কোভিড-১৯ টিকা লাগানো থাকতে হবে।

এল-জি-এ অফ কনসার্ন এলাকাগুলোতে যে-সব বাস করেন, এল-জি-এ অফ কনসার্নে বসবাসকারী এবং যারা এল-জি-এ অফ কনসার্নে বাস করেন কিংবা কাজ করেন, তাদের সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

কোভিড-১৯ ভ্যাকসিনেশনের প্রমাণ কীভাবে সংগ্রহ করবেন তা জানতে দেখুন।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৯২টি কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৩০টিরও বেশি কেসের ক্ষেত্রে বিদ্যমান প্রাদূর্ভাবগুলোর সঙ্গে কোনো যোগসূত্র জানা যায় নি।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, রাজ্যটিতে ৭৭৮টি সক্রিয় কেসের মধ্য থেকে মোটা দাগে ৫০০টি হলো মেলবোর্নের নর্থ এবং ওয়েস্টের। তিনি বলেন, ২ সেপ্টেম্বর লকডাউন তুলে নেওয়া সম্ভব হচ্ছে না।

ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

৮ সেপ্টেম্বর থেকে কুইন্সল্যান্ডের বুনডলের ব্রিসবেন এন্টারটেইনমেন্ট সেন্টারে একটি গণ টিকাদান কেন্দ্র চালু করা হবে।

হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেন, মাধ্যমে টিজিএ-অনুমোদিত টিকা গ্রহণকারী অস্ট্রেলিয়ানদেরকে সুরক্ষা প্রদান করা হবে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 29 August 2021 1:25pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends