কোভিড -১৯ আপডেট: রিজিওনাল ভিক্টোরিয়ায় আজ থেকে আবার লকডাউন, নিউ সাউথ ওয়েলসে ৮২৫টি নতুন স্থানীয় কোভিড -১৯ কেইস

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২১ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

COVID-19 update

Source: AAP

  • ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ৬১ টি নতুন কেইস রেকর্ড করেছে, পুরো রাজ্য এখন লকডাউনে রয়েছে
  • নিউ সাউথ ওয়েলসে মহামারী শুরুর পর থেকে দৈনিক হিসেবে সর্বোচ্চ সনাক্তের রেকর্ড
  • কুইন্সল্যান্ড আজও স্থানীয়ভাবে কোন কেইস রেকর্ড করেনি
  • ACT আটটি নতুন কেইস রেকর্ড করেছে, সংক্রামক অবস্থায় কমিউনিটিতে কেউ ছিল না 

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলস ৮২৫টি নতুন স্থানীয় কোভিড -১৯ কেইস এবং তিনজনের মৃত্যু রেকর্ড করেছে। টিকা দেয়া হয়নি ৯০-উর্দ্ধ একজন পুরুষ, পুরোপুরি টিকা দেওয়া ৮০-উর্দ্ধ একজন পুরুষ এবং ৯০-উর্দ্ধ একজন মহিলা যিনি একটি ডোজ পেয়েছিলেন।

লকডাউন বিরোধী বিক্ষোভ যেন আজ বিকেলে না হয় সেজন্য রাজ্য পুলিশ ১,৫০০ অফিসার মোতায়েন করেছে। ট্রেনগুলি সিডনির প্রধান ট্রেন স্টেশনগুলি এড়িয়ে যাচ্ছে এবং ট্যাক্সি এবং রাইডশেয়ার অপারেটরদের CBD থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ভাইরাস সংখ্যা বেশি এমন স্থানীয় সরকার এলাকায় বসবাসকারী ১৬ থেকে ৩৯ বছর বয়সীরা অগ্রাধিকার ভিত্তিতে কোভিড -১৯ ফাইজার ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে।

ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন 

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ৬১টি নতুন কোভিড -১৯ কেইস রেকর্ড করেছে, সংক্রামক অবস্থায় ৩৯ জন কমিউনিটিতে ছিল।

রিজিওনাল ভিক্টোরিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক কেইস সনাক্ত করা হয়েছে। অতএব, আজ দুপুর ১টা থেকে সমস্ত রিজিওনাল ভিক্টোরিয়া লকডাউনে চলে গেছে।

কারফিউ শর্ত ছাড়া রিজিওনাল এলাকার নিয়মগুলি গ্রেটার মেলবোর্নের মতোই থাকবে।

টেস্টিং সাইটগুলোর তালিকা দেখুন , আর, ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টায়

ACT স্থানীয়ভাবে নতুন আটটি COVID-19 কেইস রেকর্ড করেছে এবং বছর শেষে ১২ বছর বয়সী কিশোর-কিশোরীদের ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করছে।

কুইন্সল্যান্ড আজও স্থানীয়ভাবে কোন কেইস রেকর্ড করেনি এবং কর্তৃপক্ষ ১৬ বছর বা তার বেশি বয়সের লোকদেরকে টিকা দেওয়ার জোর আহ্বান জানিয়েছে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 21 August 2021 3:46pm
Presented by Shahan Alam

Share this with family and friends