কোভিড-১৯ আপডেট: সিডনিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৩ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Workers conduct a deep clean at Carlton Public School in Sydney, Monday, August 23, 2021.

Workers conduct a deep clean at Carlton Public School in Sydney, Monday, August 23, 2021. Source: AAP Image/Joel Carrett

  • সিডনিতে রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফিউ এবং দৈনিক এক ঘণ্টা ব্যায়ামের অনুমতি।
  • ভিক্টোরিয়ায় ২২টি রহস্যজনক নতুন কেস সনাক্ত।
  • এসিটি-তে ১৬-২৯ বছর বয়সীদের জন্য ফাইজার টিকার নিবন্ধন শুরু।
  • সাউথ অস্ট্রেলিয়ায় হোম-বেজড কোয়ারেন্টিনের ট্রায়াল শুরু।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৮১৮টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪২ জন সংক্রমিত থাকা অবস্থায় কমিউনিটিতে ছিলেন। আর, আশির কোঠায় থাকা তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের বিদ্যমান স্বাস্থ্য-সমস্যা ছিল।

গ্রেটার সিডনিতে আজ থেকে প্রযোজ্য হচ্ছে। ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন, কাম্বারল্যান্ড এবং ফেয়ারফিল্ডের কর্মীদের তাদের লোকাল গভার্নমেন্ট এরিয়ার বাইরে কাজে যেতে হলে আর নিয়মিত কোভিড-১৯ টেস্ট করতে হবে না।

ভ্যাকসিনের জন্য আজই অ্যাপয়েন্টমেন্ট করুন

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৭১টি কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২২টি কেসের কোনো সম্পর্ক নেই বিদ্যমান প্রাদূর্ভাবগুলোর সঙ্গে। আর, সংক্রমিত থাকা অবস্থায় কমিউনিটিতে ছিলেন ৫৫ জন।

এসেনডন ওয়েস্ট, ক্যাম্বারওয়েল, থর্নবেরি, ফিটজোরি নর্থ, মেইডস্টোন এবং সোরেন্টোতে রহস্যময় কেস সনাক্ত করা হয়েছে।

এক্সপোজার সাইটগুলোর তালিকা দেখুন , আর, ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি

এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত ১৬টি নতুন কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনটি কেসের বিষয়ে খোঁজ-খবর করা হচ্ছে। আর, সংক্রমিত থাকা অবস্থায় তিন জন কমিউনিটিতে ছিলেন।

১৬ থেকে ২৯ বছর বয়সীরা এখন ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে।

এক্সপোজার সাইটগুলোর তালিকা দেখুন , আর, আপনি কোভিড-১৯ টিকা পাওয়ার উপযুক্ত কিনা সেজন্য দেখুন

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

কুইন্সল্যান্ডে হোম কোয়ারেন্টিনে স্থানীয়ভাবে সংক্রমতি নতুন একটি কেস সনাক্ত করা হয়েছে।

সাউথ অস্ট্রেলিয়াতে একটি হোম কোয়ারেন্টিন ট্রায়াল চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, মানুষকে হোটেলের পরিবর্তে বাড়িতে কোয়ারেন্টিনে রাখা, জিও-লোকেশন এবং ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারের মাধ্যমে ট্র্যাক করা।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 23 August 2021 1:54pm
Updated 24 August 2021 10:16am
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends