- প্রত্যাশিত সময়ের পূর্বে লক ডাউন তুলে নিচ্ছে ভিক্টোরিয়া।
- ৮০ শতাংশ দুই ডোজ টিকাদানের মাইলফলক স্পর্শ করেছে নিউ সাউথ ওয়েলস ।
- অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার পারস্পরিক ভ্রমণ বা ট্রাভেল বাবল চলতি সপ্তাহে পুনরায় চালু হচ্ছে।
- কোভিড-১৯ নিরাময়ে “যুগান্তকারী” ওষুধ কিনছে অস্ট্রেলিয়া সরকার।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া ১,৮৩৮ টি স্থানীয় কেস এবং সাতজনের মৃত্যুর রেকর্ড করেছে। এই মুহুর্তে হাসপাতালে ৭৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন ১৫১ জন আর ৯৪ জন ভেন্টিলেটরে আছেন।
পূর্বনির্ধারিত সময়সীমার পূর্বেই ঘোষণা দিয়েছেন রাজ্য প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ। ২১ অক্টোবর মধ্যরাত্রি থেকে লক ডাউন বিধিনিষেধ শিথিল হচ্ছে। প্রিমিয়ার এন্ড্রুজ এর ভাষ্য অনুযায়ী,
লক ডাউন উঠে যাচ্ছে, বাসা থেকে বেরোতে কোন নিষেধাজ্ঞা থাকবে না, থাকবে না কারফিউ
অবশ্য মেলবোর্নবাসীরা এখনই রেজিওনাল এলাকায় যেতে পারবেন না। নতুন রোডম্যাপ অনুযায়ী লক ডাউন উঠে গেলে বাসায় ১০ জন পর্যন্ত অতিথি আসতে পারবেন রোজ, তার মধ্যে সব ডোজ টিকা নেওয়া ১২ বছরোর্ধ্ব শিশুরাও অন্তর্ভুক্ত। ১৫ জন পূর্ণডোজ টিকাপ্রাপ্ত ব্যক্তি বাইরে একত্রিত হতে পারবেন।
১৬ বছর বয়সী এবং তদুর্ধ্ব ৮৯ শতাংশ ভিক্টোরিয়ার অধিবাসী একটি করে কোভিড ডোজ এবং ৬৫.৫ শতাংশ সব ডোজ টিকা নিয়েছেন।
আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন
নিউ সাউথ ওয়েলস
এনএসডব্লিউ স্থানীয়ভাবে অর্জিত ৩০১টি কেস এবং ১০ জন মৃত্যুর রেকর্ড করেছে।
গতকাল রাজ্যের ৮০ শতাংশ বাসিন্দা দুইডোজ টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রিমিয়ার ডমিনিক পেরোটে।
প্রিমিয়ার ১৩০ মিলিয়ন ডলার মানসিক স্বাস্থ্য খাতে বরাদ্দের ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে মানসিক স্বাস্থ্য মন্ত্রী ব্রনি টেইলর বলেন,
"অস্ট্রেলিয়ার রাজ্যগুলোর মধ্যে আমরাই প্রথম আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যের ফার্স্ট এইড বিষয়ে প্রশিক্ষণ দিতে যাচ্ছি, যাতে ২৭৫০০০ জন প্রশিক্ষনার্থী অংশ নেবেন।"
অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা
- কোভিড-১৯ নিরাময়ে “যুগান্তকারী” ওষুধ "Ronapreve" কিনছে অস্ট্রেলিয়া সরকার।
- অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার পারস্পরিক ভ্রমণ বা ট্রাভেল বাবল চলতি সপ্তাহে পুনরায় চালু হচ্ছে। কোয়ারেন্টিন ছাড়াই এনএসডব্লিউ এবং ভিক্টোরিয়া থেকে নিউজিল্যান্ডের কিছু অংশে ১৯ অক্টোবর মঙ্গলবার থেকে ভ্রমণ করা যাবে।
- এসিটি ৩৩ টি স্থানীয়ভাবে অর্জিত কেস রিপোর্ট করেছে।
- টাসম্যানিয়া কোন নতুন COVID-19 কেস রেকর্ড করেনি।
- কুইন্সল্যান্ড তার সীমান্ত কবে খুলবে ঘোষণা করেনি।
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
আরও দেখুন: