কোভিড-১৯ আপডেটঃ নিউ সাউথ ওয়েলসে ভাইরাসে মারা গেলেন আরো দুজন, পাবলিক হলিডে বাতিল করেছে কুইন্সল্যান্ড

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৪ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

NSW Premier Gladys Berejiklian arrives to speak to the media during a press conference in Sydney, Wednesday, August 4, 2021. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING

Source: AAP Image/Joel Carrett

  • নিউক্যাসল রিজিওনের সুয়েজে উচ্চ হারে ভাইরাস পাওয়া গেছে
  • ব্রিসবেনের এক্কা (Ekka) পাবলিক হলিডে বাতিল করা হয়েছে
  • সাউথ অস্ট্রেলিয়াতে একজন স্থানীয়ভাবে সংক্রমিত
  • ভিক্টোরিয়ায় নতুন কোন কেইস নেই

নিউ সাউথ ওয়েলস

রাজ্যে ২৩৩টি নতুন স্থানীয় সংক্রমণ রেকর্ড করা হয়েছে যার ৪৭টি কমিউনিটিতে সংক্রমিত অবস্থায় ছিলেন। ভাইরাসে দুজন মারা গেছেন, যাদের মধ্যে সাউথওয়েস্ট সিডনির বাসিন্দা বিশের কোঠায় একজন তরুণও রয়েছেন। তার অবস্থা হঠাৎ করেই অবনতি হয়েছিল।

চীফ হেলথ অফিসার ডঃ কেরি চ্যান্ট নিউক্যাসল এলাকার সকলকে টেস্টিংয়ের আহবান জানিয়ে বলেছেন ওই এলাকার সুয়েজে উচ্চহারে ভাইরাস সনাক্ত হয়েছে।

যেসব এলাকা নিয়ে উদ্বেগ আছে তার মধ্যে রয়েছে বার্মিংহাম গার্ডেন্স, শর্টল্যান্ড, মেরিল্যান্ড, ফ্লেচার, মিনমি, ক্যামেরন পার্ক, মেফিল্ড, স্টোকটোন, এবং ফার্ন বে।

কুইন্সল্যান্ড

রাজ্যে ১৭টি নতুন ভাইরাস কেইস সনাক্ত হয়েছে, যার ১৬টি চলতি ক্লাস্টারের সাথে যুক্ত। ১৭তম কেইসটি ব্রিসবেনের ক্লাস্টারের সাথে সংশ্লিষ্ট না হলেও কেয়ার্নসে রিপোর্ট করা হয়েছে ৩ অগাস্ট বিকেলে।

এই উইকেন্ডে শুরু হওয়ার কথা ছিল এক্কা পাবলিক হলিডে, এটি এখন বাতিল করা হয়েছে।

চীফ হেলথ অফিসার জেনেট ইয়ং সকলকে অনলাইন শপিঙয়ের পরামর্শ দিয়েছেন অথবা কেনাকাটা বিলম্বিত করার বিষয় বিবেচনা করার অনুরোধ করেছেন যাতে কমিউনিটিতে তাদের কম সময় কাটাতে হয়।

গত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়া জুড়ে

  • সাউথ অস্ট্রেলিয়ায় একটি স্থানীয় কেইস সনাক্ত হয়েছে, বিশের কোঠায় একজন তরুণ কোয়ারেন্টিনে ছিলেন।
  • গত তিন সপ্তাহে এই প্রথম ভিক্টোরিয়ায় কোন নতুন কেইস সনাক্ত হয়নি।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।



৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:








Share
Published 4 August 2021 1:43pm
Updated 4 August 2021 2:23pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends