বৃহস্পতিবার অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসে (NSW) ৩৬ জন, ভিক্টোরিয়ায় ২০ জন এবং কুইন্সল্যান্ডে ১৮ জন সহ কমপক্ষে ৭৮ জনের কোভিড - ১৯ মৃত্যুর খবর দিয়েছে।
অস্ট্রেলিয়ার কয়েকটি স্টেট এবং টেরিটরি গত চার মাস ধরে তাদের সর্বোচ্চ সংখ্যক কোভিড - ১৯ রোগীর হাসপাতালে ভর্তির রিপোর্ট করে চলেছে।
অস্ট্রেলিয়ায় নতুন কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর জন্য সর্বশেষ কোভিড - ১৯ তথ্য এখানে দেখুন।
মিনিস্টার ফর এজড কেয়ার আনিকা ওয়েলস এজড কেয়ার বাসিন্দাদের জন্য আলবেনিজি সরকারের শীতকালীন ব্যবস্থা কী থাকছে সে বিষয়ে পরিকল্পনা প্রকাশ করেছেন। এই পরিকল্পনায় টিকা দেওয়ার হার বৃদ্ধি এবং অ্যান্টিভাইরাল অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রী ওয়েলস বলেন যে এজড কেয়ার হোম এবং অন্যান্য উচ্চ-ঝুঁকির জায়গায় মাস্ক ব্যবহার একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসাবে থাকবে। অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার মাস্ক ম্যান্ডেট বজায় রাখার গুরুত্ব জোরদার করতে প্রতিটি স্টেট এবং টেরিটোরিতে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করেছেন।
কোরাল প্রিন্সেস ক্রুজ জাহাজ ১০০ জনেরও বেশি কোভিড - ১৯ পজিটিভ ক্রু নিয়ে ব্রিসবেনের উদ্দেশ্যে সিডনি ছেড়েছে।
কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আনাস্তাসিয়া পালাশেই প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজিকে দেশের বর্তমান কোভিড - ১৯ পরিস্থিতি নিয়ে একটি জাতীয় মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে বলেছেন।
নিউ সাউথ ওয়েলস গত সপ্তাহে ৯ জুলাই পর্যন্ত ১১৬ জনের কোভিড - ১৯ মৃত্যুর খবর দিয়েছে। ১১৬ জনের মধ্যে ৭৭ জন (বা ৬৭ শতাংশ) কোভিড - ১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ পেয়েছিলেন। তাদের মধ্যে ৬৫ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিউজিল্যান্ড কোভিড - ১৯ এবং ফ্লু সংক্রমণ থেকে হাসপাতালের বোঝা কমাতে নতুন কোভিড - ১৯ ব্যবস্থা চালু করেছে। নতুন ব্যবস্থার মধ্যে রয়েছে আরও বেশি লোককে অ্যান্টিভাইরাল চিকিত্সার সুযোগ দেয়া।
নিউজিল্যান্ডের বাসিন্দাদের ইতিমধ্যেই পাবলিক ইনডোর সেটিংস এবং পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা টানা পঞ্চম সপ্তাহ ধরে সাপ্তাহিক বিশ্বব্যাপী কেস বৃদ্ধির কথা জানিয়েছে। ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি এবং ব্রাজিল থেকে সর্বোচ্চ সাপ্তাহিক কেস রিপোর্ট করা হয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
আরও দেখুন: