তদন্ত কমিটির সামনে উপস্থিত ভিক্টোরিয়ান প্রিমিয়ার এন্ড্রুজ
প্রিমিয়ার এন্ড্রুজ আজ বিকেলে হোটেল কোয়ারেন্টিনে তার ব্যর্থতার জন্য একটি তদন্ত কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন। কমিটিকে তিনি বলেছেন হোটেল কোয়ারেন্টিন প্রোগ্রামের মূল দায়িত্ব ছিল হেলথ মিনিস্টার জেনি মিকাকসের।
কিন্তু হেলথ মিনিস্টার জেনি মিকাকস গার্ড নিয়োগের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন।
প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ বলেছেন যে তিনি হতাশ কারণ তার সরকারের কেউ জানেনা ভিক্টোরিয়ার হোটেল কোয়ারেন্টাইন প্রোগ্রামের জন্য কে প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল।
শুক্রবার হোটেল কোয়ারেন্টাইন তদন্তের জন্য উপস্থিত হবার আগে প্রিমিয়ার ভিক্টোরিয়ানদের কাছে অকপটে ক্ষমা চাইলেন তাদের প্রোগ্রামের ভুলের জন্য।
মিঃ এন্ড্রুজ বলেন, "আমি ভিক্টোরিয়ান কমিউনিটির সকল সদস্যদের কাছে স্পষ্ট করে বলতে চাই যা হয়েছে তার জন্য আমি দুঃখিত।"
তিনি বলেন, তিনি জানেন না পুলিশ বা অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের পরিবর্তে কে প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। উল্লেখ্য, নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে পুলিশ ও ডিফেন্স ফোর্সের সদস্যরা সাহায্য করেছে।
হেলথ মিনিস্টার জেনি মিকাকস, জবস মিনিস্টার মার্টিন পাকুল্যা এবং পুলিশ মিনিস্টার লিসা নেভিল গার্ড নিয়োগের সিদ্ধান্তের সাথে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করার পর মিঃ এন্ড্রুজ এই কথা বলেন।
ভিক্টোরিয়া পুলিশ চিফ কমিশনার শেন প্যাটন এবং তার পূর্বসূরী গ্রাহাম এস্টন, চিফ হেলথ অফিসার ব্রেট সুটোন, এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারী কর্মকর্তাও তাদের এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেন।
তদন্ত সহায়তাকারী কাউন্সেল রেচেল ইলিয়ার্ড বলেন,"কেউই ওই সিদ্ধান্তের দায় নিচ্ছেন না, এমনকি একই সময়ে কেউই ওই সিদ্ধান্তের বিরুদ্ধেও কিছু বলেনি এবং সম্ভাব্য কাউকে সিদ্ধান্তদাতা বলেও মনে হচ্ছে না যে তাদের বলা যাবে যে এটা ছিল বাজে সিদ্ধান্ত।"
মিঃ এন্ড্রুজ বলেন, এটা ছিল 'খুবই হতাশাজনক’।
এর আগে হোম অ্যাফেয়ার্স মিনিস্টার পিটার ডাটন চ্যানেল নাইনকে এ প্রসঙ্গে বলেন, তার প্রত্যাশা এই তদন্তে সত্যিটা বেড়িয়ে আসবে, এর মাধ্যমে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।
আবার মৃত্যু বেড়েছে ভিক্টোরিয়ায়, দৈনিক শনাক্ত সংখ্যা অনেকটাই স্থিতিশীল
ভিক্টোরিয়া রাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবার বেড়েছে, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ জনের, একই সময়ে নতুন শনাক্ত ১৪ জন। মেলবোর্নের ১৪ দিনের গড় নেমে ২৫.১ -এ এসে দাঁড়িয়েছে।
প্রিমিয়ার এন্ড্রুজ বলেছেন, এটা খুবই ভালো খবর যে রাজ্যে এখন ভাইরাসে সক্রিয় রোগী ৫ শতের নীচে আছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত অর্থবছরে বিরাট বাজেট ঘাটতি, আসন্ন বাজেটে কর্মসংস্থান বাড়াতে প্রণোদনা
ট্রেজারার যশ ফ্রীইডেনবার্গ বলেছেন আসন্ন ফেডারেল বাজেটে কর্মসংস্থান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ থাকবে।
তিনি বলেন, ভিক্টোরিয়ায় বেকারত্বের সংখ্যা বেড়েছে, সেখানে ৪২,০০০ লোক কাজ হারিয়েছেন, বেকারত্বের হার শতকরা ১৩.১ ভাগ।
ভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত ২০১৯-২০ অর্থবছরে বাজেটে ঘাটতি দাঁড়াবে প্রায় ৮৫.৩ বিলিয়ন ডলার।
এদিকে আজ ২৫ সেপ্টেম্বর থেকে কোরোনাভাইরাস প্রণোদনা পাক্ষিক ৫৫০ ডলার থেকে কমে ২৫০ হবে। জবসিকার পেমেন্ট কমে আসবে পাক্ষিক সর্বোচ্চ ৮১৫ ডলারে।
২৮ সেপ্টেম্বর থেকে কমছে জবকিপার পেমেন্ট, পাক্ষিক ১৫০০ ডলার থেকে কমে ১২০০ ডলার করে দেয়া হবে।
অস্ট্রেলিয়ায় প্রত্যেককে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যের বিধিনিষেধগুলো দেখুন। আপনি যদি ঠাণ্ডা বা ফ্লুয়ের মত উপসর্গ অনুভব করেন তাহলে চিকিৎসককে ফোন দিন অথবা করোনা ভাইরাস হেলথ ইনফর্মেশন হট লাইন ১৮০০০২০০৮০ এই নাম্বারে ফোন দিন। এ সংক্রান্ত আরও খবর ও তথ্য আপনার ভাষায় জানতে ভিজিট করুনঃ
আরও পড়ুনঃ