চার্লস ডারউইন ইউনিভার্সিটির মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্সের ২৩ বছর বয়সী সেই শিক্ষার্থীকে তার আবাসস্থলে রক্তাক্ত অবস্থায় বিছানায় দেখতে পায় তার ফ্লাটমেটরা।
ধারণা করা হচ্ছে যে, বার্গলারি বা চুরির ঘটনায় তাকে আঘাত করা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নর্দার্ন টেরিটোরি পুলিস।
নর্দার্ন টেরিটোরি পুলিস, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এর একটি বলা হয়েছে, ৩ মে, ২০২৩, বুধবার ভোর ৪:২৫ এর দিকে তারা রিপোর্ট পায় যে, মিলনার সাবার্বের ট্রোয়ার রোডে একটি বাড়িতে অজ্ঞাত এক ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করেছে।
এর কিছুক্ষণ পর ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে সেই এলাকায় একটি গাড়ি থেকে আটক করা হয়।
-র একটি প্রতিবেদনে চার্লস ডারউইন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্কট বোম্যানকে উদ্ধৃত করে বলা হয়, এই ঘটনায় তিনি বাকরুদ্ধ এবং ক্রুদ্ধ। সেই শিক্ষার্থীকে দেখার জন্য তিনি হাসপাতালে গিয়েছেন।
এবিসি-র রিপোর্ট অনুসারে, প্রফেসর বোম্যান আরও বলেন, সেই শিক্ষার্থীর পরিবারকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আনার জন্য চেষ্টা করছে ইউনিভার্সিটি।
এই ঘটনায় ডারউইনে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির সদস্যরা হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন।
কমিউনিটি প্রতিক্রিয়া
চার্লস ডারউইন ইউনিভার্সিটির বাংলাদেশী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বিকেলে সহিংসতা বিরোধী বিক্ষোভ করেছে।
মিলনার সাবার্বের পাশের সাবার্বে বাস করেন দিলশানা পারুল।
সামগ্রিকভাবে, নিরাপত্তার বিষয়ে এসবিএস বাংলাকে তিনি বলেন, “It is really scary and really upsetting.”
সেখানকার বর্তমান পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে তিনি বলেন,
“আমি ডারউইনে এসেছি ২০১৭ সালে। আমাদের বারান্দার দরজাটা আমরা কখনও লক করি না। কালকে, সাত বছরে এই প্রথম আমরা বারান্দার দরজা লক করে ঘুমিয়েছি।”
“ঐ রাতের বেলাতেই আমাদের বাংলাদেশী কমিউনিটির আরেকজন বড় আপা, তার বাসাতেও ব্রেক ইন করা হয়েছে।”
তার মতে, “ব্রেক ইনটা এখন র্যান্ডম, নর্দার্ন টেরিটোরিতে। যে-কোনো সময়ে যে-কারও বাসায় ব্রেক-ইনটা হচ্ছে এবং হতেই পারবে। এ রকম একটা অবস্থায় আমি আমরা।
দিলশানা বলেন, ডারউইনে বাংলাদেশী কমিউনিটি বড় নয়। সবাই মিলে তারা একটা পরিবারের মতো থাকতে চেষ্টা করেন। তারা অনেকেই হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন।
আহত শিক্ষার্থীর সম্পর্কে তিনি বলেন, মাত্র মাস তিনেক আগে সে অস্ট্রেলিয়ায় এসেছে।
“সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, ছেলেটা এসেছে মাত্র ফেব্রুয়ারি মাসে।”
আপডেট:
নর্দার্ন টেরিটোরি পুলিস, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এর একটি সেই আন্তর্জাতিক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে।
এই ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে কারও কিছু জানা থাকলে কিংবা সেই এলাকায় ও তার আশেপাশে সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে, বিশেষত, কারও যদি সিসিটিভি থাকে, তাহলে পুলিসের সঙ্গে 131 444 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: