প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ১ জুলাই ১৯২১। সে হিসেবে ১ জুলাই ২০২১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়ে ওঠে নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA) এই অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি প্রকাশ করেছে “গৌরবের একশো বছর” নামে একটি ম্যাগাজিনও।
ম্যাগাজিনটিতে লিখেছেন বহু প্রথিতযশা কবি, সাহিত্যিক, শিক্ষক, প্রশাসক, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ এবং জগন্নাথ হলের প্রাক্তন ছাত্র ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ। শুভেচ্ছা জানিয়েছেন দেশের বরেণ্য ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
প্রায় ২৫০ জনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি ও সিডনি প্রবাসী কবি ও কলামিস্ট অজয় দাশগুপ্তসহ বহু গণ্যমান্য অতিথি ও সাংবাদিক। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ হলের ইতিহাস, অবদান ও গৌরব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এছাড়া, স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
অজয় দাশগুপ্ত তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ যদি আমাদের পরিচয় হয় তাহলে জগন্নাথ হল হলো আমাদের দ্বিতীয় মা, দ্বিতীয় পরিচয়। কেননা, এইখানে যে পরিমাণে রক্তপাত হয়েছে একাত্তরে, সেদিনই নির্ধারিত হয়েছিলো পাকিস্তানিদের পরাজয়।
পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি
Source: Shatadol Talukder
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: