প্রবল প্রতিপক্ষ ফ্রান্সের বিরুদ্ধে কাজান অ্যারেনায় অস্ট্রেলিয়া ভালই খেলছিল। শুরু থেকেই উপর্যুপরি আক্রমণ শানাতে থাকে ফ্রান্স। কিন্তু, অস্ট্রেলিয়ার রক্ষণভাগে চির ধরাতে পারে নি তারা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গ্রিজমানকে ফাউল করেন জশুয়া রিসডন। পেনাল্টি পায় ফ্রান্স। ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল পেনাল্টি কিকে ৫৯তম মিনিটে দলকে এগিয়ে নেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড গ্রিজমান।
৬২তম মিনিটে ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। লাফিয়ে উঠে সামুয়েল উমতিতি হেডের চেষ্টা করার সময় তার হাতে বল ছুঁয়ে গেলে পেনাল্টি পেয়েছিল অস্ট্রেলিয়া। জেডিনাকের পেনাল্টি গোলে সমতা ফেরে ম্যাচে।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ৮১তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেন পল পগবা। ডি বক্সের ভেতর থেকে তার শট আজিজ বেহিচের পা ছুঁয়ে ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইন অতিক্রম করে।
বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে: