Feature

অস্ট্রেলিয়ার ক্ষুধার্ত শিশুদের পাশে প্রবাসী বাংলাদেশীরা

অস্ট্রেলিয়ায় প্রতি পাঁচজন শিশুর একজন ভোগছে খাদ্য নিরাপত্তাহীনতায়। গেলো বারো মাসে এমনটাই ঘটেছে বলে জানিয়েছে 'ফুডব্যাংক অস্ট্রেলিয়া'।

Food Bank

Fundraising Evening Tea for Foodbank, organised by SABCA Source: Supplied

শুধু সাউথ অস্ট্রেলিয়াতে প্রতি মাসে ১,০২,৭১৮ লোক ফুডব্যাংকের খাবারের উপর নির্ভর করে। যার এক তৃতীয়াংশই শিশু।

ক্ষুধার্ত এসব শিশুদের পাশে এসে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন, 'সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশান, সাবকা'। রোববার সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়, 'ফান্ডরাইজিং ইভেনিং টি'।

যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এডিলেইড প্রবাসী বাংলাদেশিরা।
Fundraising
Source: Supplied
 

যেখানে মুখরোচক নানাপদের খাবারের পসরা বসান প্রবাসীরা। বড়দের পাশাপাশি ছোটদের সম্পৃক্ততা ছিল চোখে পড়ার মত। 

সাবকার প্রেসিডেন্ট মাহবুব সিরাজ তুহিন বলেন, "যে দেশের আলো হাওয়ায় বেড়ে উঠছে আমাদের আগামী প্রজন্ম, সেই দেশের ক্ষুধার্ত শিশুদের জন্য আমাদেরও কিছু করার আছে। সেই দায়িত্ববোধ থেকেই এই আয়োজন।"
Fundraising
Source: Supplied
ফুডব্যাংকের জন্য তহবিল সংগ্রহের এই আয়োজন থেকে এখন পর্যন্ত প্রায় সাতশ অস্ট্রেলিয়ান ডলার উঠেছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি। 

গত বছর সাউথ অস্ট্রেলিয়ার ৪৬০টি স্কুলে ১০,৪৩,৫৫০ প্যাকেট সকালের খাবার বিতরণ করেছে ফুডব্যাংক।



Share

Published

Updated

By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends