বৃহত্তর ব্রিসবেনে আজ থেকে তিনদিনের লকডাউন, নতুন বৈশিষ্টের ইউকে কোভিড ১৯ নিয়ে উদ্বেগ

গ্রেটার ব্রিসবেন, লোগান, ইপ্সউইচ, মোরটোন বে এবং রেডল্যান্ডসের বাসিন্দাদের আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার সন্ধ্যা ৬টা পর্য্যন্ত কঠোর লকডাউনে যেতে হবে। জরুরী কাজ ছাড়া কেউ বাইরে যেতে পারবে না, এবং বাইরে যেতে হলে মাস্ক পড়তে হবে। অতি উচ্চমাত্রার ছোঁয়াচে নতুন বৈশিষ্টের ইউকে কোভিড ১৯ নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

Passengers wear face masks at the International Airport in Brisbane

Passengers wear face masks at the International Airport in Brisbane Source: AAP

সম্প্রতি হোটেল কোয়ারেন্টিনে কর্মরত একজন পরিচ্ছন্নতা কর্মীর কোভিড ১৯ শনাক্ত হয়েছে যা অতি উচ্চমাত্রায় ছোঁয়াচে নতুন বৈশিষ্টের ইউকে কোভিড ১৯; এর প্রেক্ষিতে গ্রেটার ব্রিসবেন, লোগান, ইপ্সউইচ, মোরটোন বে এবং রেডল্যান্ডসের বাসিন্দাদের আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার সন্ধ্যা ৬টা পর্য্যন্ত কঠোর লকডাউনে যেতে হবে। জরুরী কাজ ছাড়া কেউ বাইরে যেতে পারবে না, এবং বাইরে যেতে হলে মাস্ক পড়তে হবে।

যে চারটি প্রয়োজনে তারা বাইরে যেতে হবে তা হলো জরুরী পেশায় কর্মরত হলে, ব্যায়াম করতে, জরুরী কেনাকাটা, এবং জরুরী স্বাস্থ্য সেবা।

কুইন্সল্যান্ড প্রিমিয়ার আনাস্তাসিয়া পালুসেই আজ শুক্রবার সাংবাদিকদের বলেন, "এই অতি ছোঁয়াচে ইউকে কোভিড ১৯ ভাইরাস রুখতে আমাদের অত্যন্ত কঠোর ব্যবস্থায় যেতে হচ্ছে, এবং তা আজ থেকেই।"

ক্যাফে, পাব এবং রেস্টুরেন্টগুলো শুধুমাত্র টেইক-এওয়ে বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খাবার সরবরাহ করতে পারবে। সৎকার কাজে ২০জনের বেশি কেউ অংশ নিতে পারবে না এবং বিয়ের অনুষ্ঠানে ১০জন অতিথির মধ্যে সীমাবদ্ধ থাকবে।
কোন বাড়িতে মাত্র দুজন অতিথি যেতে পারবে এবং ব্যায়াম করতে দুজন একসাথে যেতে পারবে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন এই লকডাউনকে সমর্থন করে বলেছেন এটা "বুদ্ধিদীপ্ত কাজ" হয়েছে।

তিনি এক টুইট বার্তায় বলেন, " কুইন্সল্যান্ড প্রিমিয়ার সংক্ষিপ্ত লকডাউন দিয়ে 'বুদ্ধিদীপ্ত কাজ' করেছেন যাতে কুইন্সল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ ইউকে উৎস থেকে পাওয়া নতুন বৈশিষ্টের কেইস দমন করতে পারে। "
তিনি গ্রেটার ব্রিসবেনের বাসিন্দাদের ধৈর্য্যের জন্য আগাম ধন্যবাদ জানিয়ে বলেন, "এসময় এটা খুবই দরকার ছিল।"
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: .

আরও দেখুনঃ




Share
Published 8 January 2021 11:37am
Updated 8 January 2021 11:40am
Presented by Shahan Alam
Source: AAP, SBS


Share this with family and friends